ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম ম্যাচে বীরেন্দ্রর শেবাগের ব্যাটিং দাপটে দল ছিল অসহায়। এবার কেভিন পিটারসেন ঝড়ে রীতিমতো উড়ে গেল বাংলাদেশ লিজেন্ডস। রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড লিজেন্ডস ৭ উইকেটে হারাল মোহাম্মদ রফিকের দলকে।
রোববার টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে খালেদ মাসুদ পাইলট- ও মুশফিকক বাবুর জুটিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ১১৩ রান। জবাব দিতে নেমে ১৪ ওভারেই ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড লিজেন্ডস।
শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে ইংল্যান্ডের অধিনায়ক কেভিন পিটারসেন ১৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসে দলকে এনে দেন সহজ জয়। ফিল মাস্টার্ড ১৬ বলে করেন ২৭ রান। ড্যারেন ম্যাডির অপরাজিত ৩২ রানে দল ৩৬ বল আগেই পেয়ে যায় সহজ জয়। বাংলাদেশের হয়ে মোহাম্মদ রফিক ২টি ও আলমগীর কবির নেন ১টি উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে নাজিমউদ্দীন ফেরেন ১৪ বলে ১২ রান করে। আগের ম্যাচে ভারতের বিপক্ষে ৪৯ রানের দূর্দান্ত ইনিংস খেেলন তিনি। ১২ বলে ৫ রান করে আউট জাভেদ ওমর বেলিম। ৫৫ রান তুলতেই বাংলাদেশ লিজেন্ডসের ৫ ব্যাটসম্যান আউট।
খালেদ মাহমুদ সুজনকে ছাড়াই এদিন মাঠে নামে দল। মুশফিকুর রহমান ও খালেদ মাহমুদ পাইলট ষষ্ঠ উইকেট জুটিতে জমা করেন ৫১ রান। হাতে ব্যথা পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ৩৯ বলে ৩০ রানে ফেরেদন পাইলট। ২৬ বলে ৩০* রানে অপরাজিত মুশফিকুর রহমান বাবু।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১১৩/৫ (পাইলট ৩১, মুশফিকুর ৩০*; ট্রেমলেট ২/১০)
ইংল্যান্ড: ১৪ ওভারে ১১৭/৩ (পিটারসেন ৪২, ম্যাডি ৩২* ; রফিক ২/৩১)
ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
Discussion about this post