আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার কথা ছিল তার। জšে§ছেন ওই দেশটিতেই। শুরুটাও করেছিলেন সেখানে। কিন্তু পরে নাগরিত্ব নিলেন ইংল্যান্ডের। এরপর কেভিন পিটারসেন হয়ে উঠেন ইংলিশ। তাদের হয়ে খেলতে থাকেন টেস্ট-ওয়ানডে আর টি-টুয়েন্টি। কিন্তু এবার জানা গেল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিদায় বলে দিচ্ছে তাকে। শোনা যাচ্ছে, পিটারসেনকে আর ভবিষ্যতে ইংল্যান্ডের হয়ে সাদা কিংবা রঙিন জার্সিতে দেখা যাবে না। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ডানা এখানেই ছেঁটে দিল ইংল্যান্ড।
ইসিবির ম্যানেজিং ডিরেক্টর পল ডাউনটন এক বিবৃতিতে ভবিষ্যতের দল গড়ার জন্য পিটারসেনকে বাদ দেওয়ার কথা বলেন। তার বক্তব্য-‘কেভিন দুর্দান্ত ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের শীর্ষ রানকারীদের অন্যতম। তাই এমন সিদ্ধান্ত নেওয়াটা নিঃসন্দেহে কঠিন ছিল। ইংল্যান্ড ক্রিকেট কেভিনের কাছে ঋণী। ও যে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা অন্যতম সেরা খেলোয়াড় তাতে কোনো সন্দেহ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ওর ১৩৭৯৭ রানই তার প্রমাণ। ইংল্যান্ডের ভবিষ্যতের টিম কেমন হতে যাচ্ছে এ সিদ্ধান্তে সেটা পরিষ্কার। কেভিনের বাকি ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা রইল।’
এমন সিদান্দে পিটারসেন দারুণ হতাশ। বললেন,-‘তাদের এমন সিদান্তে আমি প্রচণ্ড দুঃখ পেয়েছি। তবে গত নয় বছর ইংল্যান্ডের হয়ে খেলে যা অর্জন করেছি তাতে আমি গর্বিত। দেশের জার্সি গায়ে নামটা বিরাট সম্মানের। বিশ্বাস করি ক্রিকেটার হিসেবে আমি এখনও ফুরিয়ে যাইনি। এখনও অনেক দেওয়ার বাকি আছে। ক্রিকেট খেলে যাব।’
এখন হয়তো আইপিএলের মতো টুর্নামেন্ট নিয়েই ব্যস্ত থাকবেন কেভিন পিটারসেন।
এই তারকা ব্যাটসম্যান ১০৪ টেস্টে ৪৭.২৮ গড়ে আট হাজার ১৮১ রান করেছেন। ১৩৬ ওয়ানডেতে ৪০.৭৩ গড়ে চার হাজার ৪৪০ ও ৩৭ টি-টোয়েন্টিতে ৩৭.৯৩ গড়ে এক হাজার ১৭৬ রান করেছেন।
Discussion about this post