পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে ছিলেন বাংলাদেশের ৩৯ ক্রিকেটার। যেখানে থেকে সুখবর পেয়েছেন তিনজন। দুপুরে দল পান বাংলাদেশের পেসার নাহিদ রানা। এরপর দল পেয়েছেন লিটন কুমার দাস। তাকে সিলভার ক্যাটাগরি থেকে দলে নিয়েছে করাচি কিংস। নাহিদ রানাকে কিনেছে পেশাওয়ার জালমি। আর রিশাদ হোসেনও পেলেন দল। এই লেগ স্পিন অলরাউন্ডারকে দলে নিয়েছে পিএসএলে দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।
তবে দল পাননি সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদ।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে জায়গা না পাওয়ার পর থেকেই লিটন দাস ভাল ছন্দে আছেন। আগের দিন বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে তুলেছিলেন ঝড়ো সেঞ্চুরি। যা কীনা তার প্রথম শতক ২০ ওভারের ক্রিকেটে। আর আজ সোমবার পিএসএলের ড্রাফটে পেয়ে গেলেন লিটন।
সিলভার ক্যাটাগরিতেকরাচি কিংস দলে টেনেছে লিটন দাসকে। একইসঙ্গে দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। এই অলরাউন্ডারকে দলে নেয় পিএসএলে দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। বাংলাদেশের আরেক ক্রিকেটার নাহিদ রানাকে পেশোয়ার জালমি দলে টানে।
পেসার নাহিদ রানাকে ৫০ হাজার ডলারে দলে নেয় পেশোয়ার জালমি। গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পাওয়া লিটন দাসের পারিশ্রমিক ৫০ হাজার ডলার। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা রিশাদ হোসেনকে ৮৫ হাজার ডলারে দলে নিয়েছে লাহোর ক্যালান্দার্স।
আজ সোমবার পিএসএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাহোর ফোর্টে। এই ড্রাফটে পাকিস্তানের ক্রিকেটারদের পাশাপাশি নাম ছিল ৫১০ জন বিদেশি ক্রিকেটার। এবারের পিএসএল শুরু ৮ এপ্রিল। ১৯ মে ফাইনাল।
Discussion about this post