হঠাৎ করেই চোট পেলেন সাকিব আল হাসান। শুক্রবার বনানীর নিজ বাসার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের এই তারকার। তাইতো শনিবার খুড়িয়ে খুড়িয়ে মিরপুরের হোম অব ক্রিকেট আসলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সতীর্থরা যখন ফিটনেস ক্যাম্পে ব্যস্ত, তিনি তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। এক পর্যায়ে অনুশীলন না করেই বাসার ফিরে যান তিনি। বিসিবি সুত্রে জানা গেছে, সাকিবের পা ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। ৪৮ ঘণ্টা এভাবেই থাকতে হবে তাকে। তবে এনিয়ে দুশ্চিন্তার কিছু নেই। দু’দিন পরই ডাক্তার ব্যান্ডেজ খুলতে বলেছেন। সুস্থ হয়ে উঠতে সপ্তাহখানেক লাগবে। সাকিবের ইনজুরির ধরন সম্পর্কে শুধু এটুকু জানা গেছে, ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন তিনি। আঘাতের ধরণ দেখতে স্ক্যান করা হবে। রিপোর্ট পাওয়ার পরই পুরোপুরি বিষয়টা জানা যাবে।
সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। সেই সফরকে সামনে রেখে মিরপুরে চলছে টাইগারদের ক্যাম্প। কিন্তু সেখানে আপাতত থাকতে পারছেন না সাকিব।
Discussion about this post