ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের চতুর্থ রাউন্ডে আজ বিকেএসপির চার নম্বর মাঠে ব্যাট হাতে ব্যর্থতার চিত্রই ফুটে উঠল লিজেন্ডস অব রূপগঞ্জের ইনিংসে। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২২৫ রান তুলতে সক্ষম হয় তারা। পরে আবাহনী লিমিটেডের কাছে ৭ উইকেটে হেরে যায় রূপগঞ্জ।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় রূপগঞ্জ। দলীয় ১৪ রানে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম (৪)। আগের ম্যাচে দারুণ এক ইনিংস খেলা সৌম্য সরকার এদিন ব্যাট হাতে ছিলেন একেবারেই ব্যর্থ, করতে পারেন মাত্র ২ রান। সাইফ হাসান ইনিংস মেরামতের চেষ্টা করলেও ব্যক্তিগত ২৮ রানে থেমে যান।
তবে মাঝের দিকে কিছুটা হাল ধরার চেষ্টা করেন মেহেদি মারুফ ও অধিনায়ক আকবর আলি। মেহেদি ৪৮ ও আকবর ৩৫ রান করেন। এরপর শেষ দিকে চৌধুরি মোহাম্মদ রিজওয়ানের ৪০ রানের ইনিংস এবং শরিফুল ইসলামের ঝড়ো ৩৪ রানে কোনো মতে ২২৫ রান পর্যন্ত পৌঁছায় রূপগঞ্জ।
আবাহনীর হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ৪১ রানে ৪ উইকেট তুলে নিয়ে রূপগঞ্জের ব্যাটিং অর্ডারে ধস নামান।
জবাবে ব্যাট করতে নেমে রূপগঞ্জের বোলারদের কোনো চ্যালেঞ্জেই ফেলতে পারেনি আবাহনী। ওপেনার শাহরিয়ার কমল ও পারভেজ হোসেন ইমন এনে দেন ৪৪ রানের উদ্বোধনী জুটি। এরপর ইমন (৭৩) ও জিশান আলমের (৬৩) দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় মোসাদ্দেকের দল।
৩৭.৩ ওভারেই মাত্র তিন উইকেট হারিয়ে ২২৬ রান তুলে ৭ উইকেটে জয় নিশ্চিত করে আবাহনী।
এক সময় শিরোপা দৌড়ে অন্যতম দাবিদার ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনীর কাছে এমন বড় ব্যবধানে হার তাদের সম্ভাবনা কঠিন করে তুলেছে। ব্যাটিং ব্যর্থতা ও বোলারদের ধারহীনতায় চাপে পড়েছে দলটি।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২২৫/৯ ( মেহেদি ৪৮, রিজওয়ান ৪০, মোসাদ্দেক ৪/৪১)
আবাহনী লিমিটেড: ৩৭.৩ ওভারে ২২৬/৩ ( ইমন ৭৩, জিশান ৬৩)
ফল: ৭ উইকেটে জয়ী আবাহনী
Discussion about this post