ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফাইনাল আমেজ ছিল ম্যাচটিতে। কারণ তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ছিল ১-১ সমতা। জিতলেই ট্রফি। হারল সঙ্গী হবে আক্ষেপ। ঠিক এমনই সমীকরণে রোববার হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ৪ রানের রোমাঞ্চকর জয় তুলেছে নিউজিল্যান্ড। ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জিতেছে কিউইরা।
টস জিতে প্রথম ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড রান পাহাড়ে উঠে করে ২১২ রান। জবাবে ২০৮ রানে থামে ভারত। এই ব্যর্থতায় তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে এবারই প্রথম হারল ম্যান ইন ব্লুজরা।
শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের টিম সাইফার্ট ও কলিন মানরো উদ্বোধনী জুটিতে তুলেন ৮০ রান। সাইফার্ট ২৫ বলে ৪৩ রান। ৪০ বলে ৭২ রান মানরোর। কলিন ডি গ্র্যান্ডহোম ১৬ বল খেলে তুলেন ৩০ রান।
জবাবে নেমে শিখর ধাওয়ানকে শুরুতে হারালেও লড়েছেন রোহিত শর্মা ও বিজয় শঙ্কর। ৭৫ রানের জুটি গড়েন তারা। ২৮ বলে ৪৩ রান করেন বিজয়। রোহিত ৩৮। শেষদিকে কার্তিক (৩৩) ও ক্রুনাল (২৬) ৪ ওভারে ৫৯ রানের লক্ষ্যের কাছে গিয়েও হার মানেন।
শেষ ওভারে ভারতের জিততে চাই ১৬ রান। অধিনায়ক কেন উইলিয়ামসন তখন বল তুলে নেন টিম সাউদির হাতে। যদিও তিনিই ১৮তম ওভারে দেন ১৮ রান। তারপরও অধিুনায়ক অভিজ্ঞর হাতেই দিলেন বল। তবে একই ভুল আর করেন নি এই পেসার। প্রথম পাঁচ বলে নেন ৪ রান। ক্রুনাল পান্ডিয়ার শেষ বলে ছক্কায় শুধু ব্যবধান কমেছে। ২২ বলে ৬৩ রানের টর্নেডো জুটি গড়েন ক্রুনাল ও দিনেশ কার্তিক।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ২০ ওভারে ২১২/৪ (সাইফার্ট ৪৩, মানরো ৭২, উইলিয়ামসন ২৭, ডি গ্র্যান্ডহোম ৩০, মিচেল ১৯*, টেইলর ১৪*; ভুবনেশ্বর ১/৩৭, খলিল ১/৪৭, হার্দিক ০/৪৪, ক্রুনাল ০/৫৪, কুলদীপ ২/২৬)
ভারত: ২০ ওভারে ২০৮/৬ (ধাওয়ান ৫, রোহিত ৩৮, শঙ্কর ৪৩, পান্ত ২৮, হার্দিক ২১, ধোনি ২, কার্তিক ৩৩*, ক্রুনাল ২৬*; স্যান্টনার ৩-০-৩২-২, সাউদি ৪-০-৪৭-০, কাগেলেইন ৪-০-৩৭-১, টিকনার ৪-০-৩৪-১, সোধি ২-০-৩০-০, মিচেল ৩-০-২৭-২)
ফল: নিউজিল্যান্ড ৪ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী নিউজিল্যান্ড
ম্যাচসেরা: কলিন মানরো
সিরিজসেরা: টিম সাইফার্ট
Discussion about this post