ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এখনো নিজেকে মেলে ধরতে পারেন নি মাহমুদউল্লাহ রিয়াদ। আরো একটা ম্যাচে ব্যাট হাতে কিছু করার সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগটা হাতছাড়া করলেন তিনি। আর বুধবার ভোরে সিপিএলে হেরে গেছে তার দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শুরুতে ব্যাট করে মাহমুদউল্লাহর দল করে ৭ উইকেটে ১৬৮ রান। এরপর জবাব দিতে নেমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে।
নিজেদের মাঠে ভাল কিছু করার সুযোগ ছিল মাহমুদউল্লাহর। বাংলাদেশি এই ব্যাটসম্যান ৬ বলে ৪ রান আউট হয়ে যান। তারপর ৪ ওভারে ২৮ রান দিয়ে পেয়েছেন এক উইকেট। শেষ পর্যন্ত হতাশা নিয়েই ছাড়তে হয় মাঠ।
সিপিএলে সেন্ট কিটস ৬ ম্যাচ খেলে এনিয়ে তৃতীয় হারের মুখ দেখল। সমান ম্যাচ খেলে চার জয়ে ৮ পয়েন্ট ওয়ারিয়র্সের।
ম্যাচে অবশ্য সেন্ট কিটসের ক্রিস গেইল অার এভিন লুইস শুরুতেই দুর্দান্ত ব্যাট করেছিলেন। ৪৬ বলে বলে দু’জন তুলেন ৭১ রান। ২৭ বলে ৪০ রান গেইলের। ২২ বলে ২৮ লুইসের ব্যাটে। অ্যান্টন ডেভচিচ ৩৫।
এরপর গায়ানার হয়ে ১৬ বলে ২৮ তুলেন লুক রনকি। জেসন মোহাম্মদ ২৫ বলে ৩৬। আর শেষ দিকে সোহেল তানভীর ২০ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩৭ রান করলে দল হাসিমুখে মাঠ ছাড়ে। শেষ ওভারে এসে হারের মুখ দেখে রিয়াদ-গেইলের দল।
Discussion about this post