ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ড গড়েছেন আবাহনী লিমিটেডের ওপেনার পারভেজ হোসেন ইমন। এই ইনিংস তাকে এনে দিয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে দ্রুত ফিফটির রেকর্ড।
এর আগে ২০১৯ সালে ১৬ বলে ফিফটি করে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন শুভাগত হোম। এবার সেই রেকর্ড এক বল আগে ভেঙে দিলেন ইমন। শুধু তাই নয়, ইমনের এই ফিফটি লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে চতুর্থ দ্রুততম।
ম্যাচে আবাহনী আগে বল করে শাইনপুকুরকে গুটিয়ে দেয় মাত্র ৮৮ রানে। মোসাদ্দেক হোসেন সৈকত ৪ উইকেট নিয়ে ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন, সাথে রাকিবুল হাসান ও রিপন মন্ডল নেন ২টি করে উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইমন ঝড় তোলেন ব্যাট হাতে। মাত্র ২৩ বলেই ৬১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি বিশাল ছক্কা। সঙ্গী জিসান আলম করেন ১৭ বলে ১৭ রান। দল জয় পায় মাত্র ৬.৪ ওভারে ১০ উইকেটে, যা এবারের লিগে অন্যতম বড় ব্যবধান।
প্রাইম ব্যাংক ও মোহামেডানের মধ্যকার ম্যাচেও ছিল উত্তেজনা। মিরপুরে প্রাইম ব্যাংক ব্যাট করতে নেমে ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। একাই দলকে টেনে তোলেন শামীম হোসেন, যিনি ৬১ বলে ৮৯ রান করেন। শেষ পর্যন্ত দল করে ১৭৪ রান।
মোহামেডানের হয়ে এবাদত হোসেন ও তাইজুল ইসলাম দাপট দেখিয়ে মিলে ৭টি উইকেট নেন। লক্ষ্য তাড়ায় মোহামেডানের হয়ে তাওহীদ হৃদয় ৫৭ এবং মেহেদী মিরাজ ৬৭ রানে অপরাজিত থেকে দলকে ৫ উইকেটে জয় এনে দেন।
Discussion about this post