আরো এক ম্যাচে জয়ের ভিত গড়ে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সোমবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে রান পাহাড়ে উঠেছে সাবেক চ্যাম্পিয়নরা। সাভারের বিকেএসপিতে প্রথমে ব্যাট করতে নেমে দলটি ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে তুলেছে ৩১৪ রান। শতরান পেয়েছেন ওপেনার সালাউদ্দিন পাপ্পু।
বিকেএসপির তিন নম্বর মাঠে ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা অবশ্য তেমন ভাল ছিল না ফেভারিটদের। ব্যাক্তিগত ২০ রানে সাজঘরে ফিরেন ইনফর্ম আব্দুল মজিদ। তবে লড়ে যান পাপ্পু। শেষ পর্যন্ত ৯৫ বল খেলে করেন ১২৫ রান। তার ইনিংসে ছিল ৮ ছক্কা আর ১২টি বাউন্ডারির সমাহার।
অন্যপ্রান্তে মোহাম্মদ নাইম করেন ৪৫ রান। অধিনায়ক নাঈম ইসলাম ৫৩ বল খেলে অপরাজিত ৬১ রান তুলেন। পারভেজ রসুলের ব্যাটে ৩২ রান।
এ ম্যাচের আগে এবারের লিগে এ পর্যন্ত ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে রূপগঞ্জ। সমান ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে কলাবাগান ক্রীড়া চক্র। ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে আবাহনী লিমিটেড।
Discussion about this post