ফের বাংলাদেশ ক্রিকেট উত্তাল। এবার আলোচনায় তামিম ইকবাল। তারকা এই ওপেনারের আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ার শেষ বলে ইঙ্গিত দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, এই ফরম্যাটে তামিম নাকি বাংলাদেশের হয়ে আর খেলতে ইচ্ছুক নন।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলেন নি চোটের কারণে। কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট লিগ দিয়ে চোট কাটিয়ে ফেরেন মাঠে। এখন খেলছেন বিপিএলে।
ঠিক এমন সময়ে গত শনিবার রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন নাজমুল হাসান পাপন। টি-টুয়েন্টি ক্রিকেটে ফিরে পরপর দুই ম্যাচে দুই হাফ সেঞ্চুরি করলেন তামিম। এ অবস্থায় তার জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টিতে ফেরা নিয়ে পাপন বলে দিলেন, ‘ওর সাথে শেষ যখন কথা হয়েছে আমি বলেছিলাম, তুমি টি-টোয়েন্টিতে আবার ফিরে আসো। এটা ছাড়বা কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিৎ। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে, ‘‘আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না।’’ এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিৎ না। কেউ যদি খেলতেই না চায় তাহলে কাউকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।’
নাজমুল হাসান আরও বললেন, ‘তামিম ভালো খেলেছে। ও তো সবসময়ই ভালো খেলে। ইনিংস আরও বড় করা উচিৎ। ফিফটি হয়ে গেলেই মারমুখো হতে যাচ্ছে আউট হয়ে যাচ্ছে। ইনিংস আরও বড় করা উচিৎ, কারণ ও সত্যিই অনেক ভালো খেলছে।’
এদিকে এনিয়ে সরব ক্রিকেটাঙ্গন। টি-টুয়েন্টিতে তামিম কেন ফিরতে চান না? জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও জানতে চান এর কারণ।
সুজন বলেন, ‘বাবলের মধ্যে আছি। আমি চাই না ফোনে কথা বলতে। সামনা সামনি বললে ভালো হয়। তামিমের সঙ্গে নিশ্চই কথা হবে। ওদের সাথে খেলা আছে। খেলা শেষে পারলে কথা বলব। আসলেই ওর সমস্যাটা কোথায়। মনমালিন্যের ব্যাপার যেটা আছে যেসব ছোটখাটো সমস্যা আছে, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। ইগোস্টিক থাকে অনেক সময় হয়ে যায়। অনেক সময় ছোটোখাটো ব্যাখ্যাটা ভুল হয়। সেটাকে ঠিক করার চেষ্টা করবো।’
সুজন আরও বলেন, ‘একটু তো অবাকই আমি। নিউজিল্যান্ড যাওয়ার আগেও আমি তামিমের সঙ্গে কথা বলেছিলাম যে কেন খেলবি না বা কারণ কি। তখন এতো কথা হয়নি। আমি বলেছিলাম আমি ফিরি আগে। তারপর কথা বলব। তার সঙ্গে কথাও হয়নি, তার আগেই পাপন ভাই অলরেডি বলে দিয়েছেন, তামিম পাপন ভাইকে বলেছে। এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। ওর আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান কেউ রেডি আছে তা না। তার পরও এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না চায় তাকে তো চাপ দেয়া যাবে না। আমাদের সামনে এগোতেই হবে। ক্রিকেট তো বসে থাকবে না।’
Discussion about this post