নাটকীয়তায় ঠাসা ফাইনাল। উত্তেজনা থাকল শেষ ওভার পর্যন্ত। রোমাঞ্চের ইতি টেনে শেষ পর্যন্ত কিংস এলিভেন পাঞ্জাবকে রোববার ৩ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স। পুনরুদ্ধার করল আইপিএল ট্রফি। ২০১২ সালে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল কলকাতা।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তিন বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় সাকিব আল হাসানের দল। বাউন্ডারি হাকিয়ে গৌতম গম্ভীরদের উৎসবে ভাসিয়ে দেন পিযুশ চাওলা।
অথচ বিশাল এক লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নামে কলকাতা। টস হেরে ব্যাটিংয়ে করতে নামে পাঞ্জাব। ঋদ্ধিমান সাহার দারুণ এক সেঞ্চুরি তারা তুলে ৪ উইকেটে ১৯৯ রান।
মানান ভোহরা করেন ৬৭। ১১৫ রানে অপরাজিত থাকেন ঋদ্ধিমান।
৪ ওভার বল করা উইকেট না পেলেও রান উৎসবের ম্যাচে সাকিব দেন মাত্র ২৬ রান।
জবাব দিতে নেমে শুরুটা অবশ্য ভাল হয়নি শাহরুখ খানের দলের। তবে ইউসুফ পাঠান পরে মনীশ পান্ডে পাল্টে দেন ম্যাচের চেহারা। মাত্র ৫০ বলে ৯৪ রান করেন মনীশ। পাঠান ৩৬। ৭ বলে ১২ রান করে রানআউট হয়ে যান সাকিব।
সংক্ষিপ্ত স্কোর-
কিংস ইলেভেন পাঞ্জাব: ২০ ওভারে ১৯৯/৪ (ভোহরা ৬৭, বেইলি ১, ঋদ্ধিমান ১১৫*; চাওলা ২/৪৪)
কলকাতা নাইট রাইডার্স: ১৯.৩ ওভারে ২০০/৭ (গম্ভীর ২৩, মনিশ ৯৪, ইউসুফ ৩৬, সাকিব ১২, চাওলা ১৩*; ক্রান্তিবীর ৪/৫৪)
ফল: কলকাতা ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মনীশ পান্ডে
টুর্নামেন্ট সেরা: গ্লেন ম্যাক্সওয়েল
Discussion about this post