ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হ্যামস্ট্রিং চোটে পড়ে বিশ্বকাপের সুপার টুয়েলভের মাঝপথ থেকে ছিটকে গেছেন। তাই ছুটি নিয়ে সাকিব আল হাসান পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। এখন আছেন বিশ্রামে। তবে এখন পর্যন্ত চোটের উন্নতির দেখা নেই। যে কারণে পাকিস্তান সিরিজেও অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেন তিনি।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘সাকিবের অন্তত তিন সপ্তাহ সময় লাগবে সুস্থ হয়ে মাঠে ফিরতে। টেস্ট সিরিজে তিনি খেলতে পারেন। ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাইফউদ্দিনকে। নুরুল হাসান সোহানকে পাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই।’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। প্রথম টেস্ট শুরু ২৬ নভেম্বর, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু মিরপুরে।
Discussion about this post