ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথমবারের মতো এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু পিঠের ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। ফিরে এসেছেন দেশে। বর্তমানে বিশ্রামে আছেন। এই ইনজুরির কারণে ঘরের মাঠে আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলতে পারবেন না তিনি।
সাইফের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘সাইফুদ্দিনের স্ট্রেস ফ্র্যাকচার। ওর ইনজুরি পিঠে। এখন আপাতত এক মাসের বিশ্রামে থাকবে। একমাস পর স্ক্যান করে হাড়ের কি কন্ডিশন এটা দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এক মাসের বিশ্রাম। এরপর স্ক্যান করার পর পরবর্তী পদক্ষেপ। সে হিসেবে গোটা নভেম্বর মাসে সাইফউদ্দিনের মাঠে ফেরার সুযোগ নেই।
এদিকে আগামী ১৭ নভেম্বর বাংলাদেশে আসবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। দিবারাত্রির টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে দুই দলের লড়াই। আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। পরের দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। স্বাভাবিকভাবেই এই সিরিজ খেলা হচ্ছে না অলরাউন্ডার সাইফউদ্দিনের। এ ব্যাপারে মনজুর হোসেন বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবে কিনা এটা এখনই বলা মুশকিল। এটা আসলে নির্ভর করছে আমাদের প্রধান চিকিৎসক, ফিজিও বাইরে (বিশ্বকাপ) থেকে আসলে। ওনারা এসে দেখে নির্ধারণ করবেন যে পাকিস্তান সিরিজে সাইফউদ্দিনকে পাওয়া যাবে নাকি যাবে না।’
Discussion about this post