ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০২০ সালের শুরুতেই পাকিস্তান সফর রয়েছে বাংলাদেশের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে দেশটিতে যেতে চাইছে না টাইগাররা। তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরইমধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠিয়েছিল পাকিস্তানে। তাদের প্রতিবেদন অনুযায়ী এ সপ্তাহেই আসবে সফরে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত। বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এমনটাই জানিয়েছেন।
এদিকে সরকারের কাছ থেকেও এখনও পাকিস্তান সফরে সবুজ সংকেত পায়নি বিসিবি। যে কারণে এ সফরের সূচী এখনো চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আগামী জানুয়ারিতেই আমাদের পাকিস্তান সফরে যাওয়ার কথা। খুব বেশি সময় তাই নেই। আশা করছি, এ সপ্তাহের মধ্যেই আমরা নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারবো।’
সূচী চূড়ান্ত না হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড এরইমধ্যে করাচিতে একটি দিন-রাতের টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। তবে ব্যাপারটি নিয়ে এখনই ভাবছে না বিসিবি। সংস্থাটি তার আগে তাকিয়ে সরকারের সিদ্ধান্তের দিকে। এ নিয়ে নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘দিবারাত্রির টেস্টের প্রস্তাব বিবেচনা করার আগে আমরা অপেক্ষা করছি সরকারের ছাড়পত্রের। কারণ আপনারা জানেন, পাকিস্তান সফরে নিরাপত্তার একটি বিষয় সবসময় থাকে। তাই আমাদের সরকারের অনুমোদন লাগবে। দিন-রাত তো পরে, আগে আমাদের দেখতে হবে এই সফরে যেতে পারছি কি না। সে জন্য সরকারের প্রতিবেদনের গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে বেশি।’
Discussion about this post