এশিয়া কাপ যে বাংলাদেশেই হচ্ছে সেটা আগেই জানা গিয়েছিল। তবে এই টুর্নামেন্টে পাকিস্তান আসবে কিনা-তা নিশ্চিত ছিল না। এখন সেই আশঙ্কাও কেটে গেল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বৃহস্পতিবার বিকালে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিল-এই টুর্নামেন্টে পাকিস্তানও আসছে। শুধু তাই নয়-টুর্নামেন্টের চার বিদেশি দলের মধ্যে সবার আগে ২২ ফেব্র“য়ারি পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় পৌছাবে। এই প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আফগানিস্তান। খেলা হবে মিরপুর ও ফতুল্লা স্টেডিয়ামে। ২৫ ফেব্র“য়ারি ফতুল্লায় পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ ক্রিকেট। টুর্নামেন্টের দ্বিতীয় দিন ২৬ ফেব্র“য়ারি স্বাগতিক বাংলাদেশ মাঠে নামছে। প্রতিপক্ষ ভারত। এশিয়া কাপের এবারের ১১ ম্যাচের মধ্যে প্রথম পাঁচটি ম্যাচ হবে ফতুল্লায়। ফাইনাল সহ বাকি ছয়টি ম্যাচ মিরপুরে। টুর্নামেন্ট শুরু হবে ২৫ ফেব্র“য়ারি। ফাইনাল ৮ মার্চ।
বাংলাদেশের সাম্প্রতিক সহিংসপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে ক্রিকেট খেলার মতো নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা-তা নিয়ে পাকিস্তান আপত্তি তুলেছিল। তবে এসিসি জানিয়েছে যে সব দেশ এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে তাদের স্ব স্ব নিরাপত্তা পর্যবেক্ষকরা বাংলাদেশে এই টুর্নামেন্টকে সবুজ সংকেত দিয়েছে। আর তাতেই এই টুর্নামেন্ট নিয়ে বাকি সব সংশয় ও সন্দেহ দুর হয়েছে।
২০১২ সালে সর্বশেষ এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। সেবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে তারা পাকিস্তানের কাছে ২ রানে হেরে রানার্স আপ হয়েছিল।
এশিয়া কাপের সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
২৫ ফেব্র“: পাকিস্তান-শ্রীলঙ্কা ফতুল্লা
২৬ ফেব্র“: বাংলাদেশ-ভারত ফতুল্লা
২৭ ফেব্র“: আফগানিস্তান-পাকিস্তান ফতুল্লা
২৮ ফেব্র“: ভারত-শ্রীলঙ্কা ফতুল্লা
১ মার্চ বাংলাদেশ-আফগানিস্তান ফতুল্লা
২ মার্চ ভারত-পাকিস্তান মিরপুর
৩ মার্চ আফগানিস্তান-শ্রীলঙ্কা মিরপুর
৪ মার্চ বাংলাদেশ-পাকিস্তান মিরপুর
৫ মার্চ আফগানিস্তান-ভারত মিরপুর
৬ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা মিরপুর
৮ মার্চ ফাইনাল মিরপুর
- ক্রিকবিডি ২৪ রিপোর্ট:
Discussion about this post