ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষ দিকে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। এজন্য বুধবার ৩৫ সদস্যের স্কোয়াড় ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু সেই দলে জায়গা হয়নি মোহাম্মদ আমির, আসাদ শফিক ও শোয়েব মালিকের।
গেল ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি আসাদ শফিক। যে কারণে এ তারকা এবার পাকিস্তান দলে জায়গা হয়নি তার। গত ১০ বছরের মধ্যে এবারই প্রথম এ তারকা দলটির সাদা পোশাকের ক্রিকেটের দল থেকে বাদ পড়লেন। এদিকে টেস্ট থেকে অবসর নেয়ায় নিউজিল্যান্ড সফরে আমিরের ওপর আস্থা রাখতে পারেনি পিসিবি। মালিকেরও দলে জায়গা না পাওয়ায় কারণ একই। তাছাড়া সাম্প্রতিক জিম্বাবুয়ে সিরিজের জন্যও তারা বিবেচিত হয়নি।
তিন অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়ে আসন্ন নিউজিল্যান্ড সফরে পাকিস্তান যাচ্ছে একঝাক তরুণ ক্রিকেটার নিয়ে। তাদের মধ্যে রয়েছেন
আমাদ বাট, ড্যানিশ আজিজ, ইমরান বাট ও রোহেল নাজির। এদিকে ঘরের মাঠে সদ্যই শেষ টি-টোয়েন্টি সিরিজে জায়গা পাওয়া আবদুল্লাহ শফিক ও উসমান কাদিরও রয়েছে কিউই সফরের পাক দলে।
একদিন আগেই পাক বোর্ড আজহার আলিকে সরিয়ে দলটির টেস্ট অধিনায়ক ঘোষণা করে বাবর আজমকে। আর আজ জানা গেল এবার দলটির সাদা পোশাকের সহঃঅধিনায়ক মোহাম্মদ রিজুয়ান।
টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দিয়ে আগামী ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ড সফর শুরু করবে পাকিস্তান। এরপর ২০ ও ২২ ডিসেম্বর সিরিজের পরের দুই টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাবর আজমের দল। এদিকে আগামী ২৬ ডিসেম্বর স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে পাকিস্তান। সিরিজের শেষ টেস্টে তারা লড়বে ২০২১ সালের ৩ জানুযারি।
৩৫ সদস্যের পাকিস্তান স্কোয়াড় :
বাবর আজম (অধিনায়ক), আবিদ আলী, আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, শান মাসুদ, জিশান মালিক, আজাহার আলী, ড্যানিশ আজিজ, ফাওয়াদ আলম, হায়দার আলী, হারিস সোহেল, হুসেন তালাত, ইফতিখার আহমেদ, ইমরান বাট, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক, টেস্ট), রোহেল নাজির, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান (সহ-অধিনায়ক, টি-টোয়েন্টি), উসমান কাদির, ইয়াসির শাহ, জাফর গোহর, আমাদ বাট, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মুসা, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, সোহেল খান ও ওহাব রিয়াজ।
Discussion about this post