ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের সংক্রমণ এখনো কমেনি। কিন্তু প্রাণঘাতি এই ভাইরাস থাকতেই মাঠের ক্রিকেটে ফেরার চিন্তা করছেন অনেকেই। এরমধ্যে আছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ অবস্থায় পাকিস্তানের সঙ্গে নির্ধারিত সিরিজ আয়োজনে সব চেষ্টা করে যাচ্ছে ইংল্যান্ড। এই সময়ে আন্তর্জাতিক সব ভ্রমণ নিষিদ্ধ। তাই পাকিস্তানের ২৫ সদস্যের দলকে জুলাইয়ে চার্টার্ড বিমানে নিয়ে আসার পরিকল্পনা করছে ইসিবি।
করোনাভাইরাসের কারণে ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুম থমকে আছে। বলা হচ্ছে পুনরায় ক্রিকেট চালু করা যাবে জুনে। জুনে ওয়েস্ট ইন্ডিজের সফর করার কথা থাকলেও যাবে জুলাইয়ে। তারপর পাকিস্তানের সঙ্গে ঘরের মাঠে সিরিজে নামবে ইংল্যান্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানাল, তাদের টেস্ট ও টি-টোয়েন্টি দল এক সঙ্গেই চার্টার্ড বিমানে ইংল্যান্ড যাবে। স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে ইংল্যান্ড। পাকিস্তানের টেস্ট ও টি-টুয়েন্টি দল এক সঙ্গে সফর করবে।
জুলাইয়ে ইংল্যান্ডে পৌঁছে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৬ দিনের সিরিজ।
Discussion about this post