পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা নিরাপত্তার বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সেই চ্যালেঞ্জের মুখে পড়ে আজ শুক্রবার রাতেই পাকিস্তান ছাড়ছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। তাদের গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার ঘটনার পর পুরো পরিস্থিতি পাল্টে যায়। ম্যাচ স্থগিত হয়। আতঙ্ক ছড়ায় বিদেশি খেলোয়াড়দের মধ্যে। বাংলাদেশ থেকেও শুরু হয় তৎপরতা।
আজ শুক্রবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক ভিডিও বার্তায় বলেন, ‘গত মঙ্গলবার থেকে দুই দেশের মধ্যে যেভাবে উত্তেজনা বেড়েছে, তাতে আমাদের দুই খেলোয়াড়ের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। আমি ব্যক্তিগতভাবে পিএসএলের সিইও এবং পিসিবি সভাপতির সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের লক্ষ্য ছিল একটাই—ওদের নিরাপদে সরিয়ে আনা। আজ রাতেই তারা দুবাই যাচ্ছে।’
রিশাদ হোসেন খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। নাহিদ রানা রয়েছেন পেশোয়ার জালমিতে। রাওয়ালপিন্ডিতে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, কিন্তু ড্রোন হামলার পরই ম্যাচ বাতিল হয়ে যায় এবং পুরো টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে চলে যাচ্ছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন বলেন, ‘এই মুহূর্তে ওরা খেলবে কি না, সেটা মুখ্য নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ওরা যেন পাকিস্তান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পারে। সেই ব্যবস্থাই এখন করা হয়েছে।’ শুধু খেলোয়াড় নয়, পিএসএল কাভার করতে যাওয়া দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিককেও রিশাদ-নাহিদদের সঙ্গেই আরব আমিরাতে নিয়ে যাওয়া হচ্ছে।
এ অবস্থায় নতুন করে প্রশ্ন উঠেছে চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। বিসিবি সভাপতি ফারুক জানালেন, ‘এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল শনিবার বোর্ড সভায়।’
Discussion about this post