পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট এখন স্বপ্নেরই মতো এক ব্যাপার। নিরাপত্তা জনিত কারণে দেশটিতে সফর করতে আপত্তি ছিল টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের। গোটা পাকিস্তানেই অবশ্য অস্থিরতা চলছে অনেক দিন ধরে। এরইমধ্যে দেশটি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতকেই নিজেদের হোম গ্রাউন্ড বানিয়ে ফেলেছে। পাকিস্তান প্রিমিয়ার লিগও (পিএসএল) হচ্ছে দেশের বাইরে। তবে ফাইনাল হবে লাহোরে। যেখানে যেতে আপত্তি করেছেন বিদেশি ক্রিকেটাররা। ঠিক এ অবস্থায় পাকিস্তান সফরে যেতে চাওয়া নিয়ে ইতিবাচক কথা বললেন বাংলাদেশি সাকিব আল হাসান।
পরিস্থিতি অনুকূলে অাসলে সেই দেশটিতে যেতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার।
পাকিস্তানের সঙ্গে দারুণ স্মৃতি জড়িয়ে আছে সাকিবের। ২০০৮ সালে সর্বশেষ দক্ষিণ এশিয়ার সেই দেশটিতে গিয়েছিলেন তিনি। ওয়ানডে সিরিজে যদিও বাংলাদেশ ০-৫ হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে সফল ছিলেন সাকিব। করেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সেই স্মৃতির বারান্দায় হেটে তিনি পাকিস্তানের মিডিয়াকে বলেন, ‘সেই সফরটা ছিল আমার জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা। দর্শক, মাঠ সবকিছুই অসাধারণ। দেখুন পরিস্থিতি অনুকূল হলে আবারো সেখানে খেলতে চাই আমি।’
সেই ২০০৯ সালে লাহোর ট্র্যাজেডির পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নেই। শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার রেশ রয়ে গেছে এখনো।
এবারের পিএসএলে সাকিব খেলছেন পেশোয়ার জালমির হয়ে। এই দলে আছেন তামিম ইকবালও। অঅরেক টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ লড়ছেন কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের। মঙ্গলবারই তাদের শ্রীলঙ্কায় ফেরার কথা। সেখানে মুশফিকদের সঙ্গে যোগ দেবেন তারা।
Discussion about this post