ইঙ্গিতটা আগেই মিলেছিল। শুক্রবার নিশ্চিত খবর জানা গেল।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এনওসি পেলেন এনামুল হক বিজয়। ভিসার কাজও শেষ।পাকিস্তানের লাহোরে যাচ্ছেন এই টাইগার ক্রিকেটার। ৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ফাইনালে দেখা যাবে তাকে।
লাহোরে এই ফাইনালে বিদেশী ক্রিকেটাররা যেতে রাজী না হওয়ায় বিকল্প খেলোয়াড় খুঁজতে গিয়ে আয়োজকরা তাকে নেন। কোয়েটা গ্ল্যাডিয়েটরসে খেলবেন তিনি। অবশ্য বিসিবি অনুমতি পেয়েই খেলার সুযোগ মিলল তার।
এমনিতে সেই ২০০৯ সালের পর থেকে পাকিস্তান সফর বয়কট করছে টেস্ট খেলুড়ে দেশগুলো। সে বছর শ্রীলঙ্কান টিমবাসে অাক্রমণের পর থেকেই তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট নেই। তাইতো পিএসএল হল দুবাইয়ে। কিন্তু টুর্নামেন্টের ফাইনাল নিজ দেশে করতে গিয়ে তারা পড়ে বিপাকে। বিদেশী ধারাভাষ্যকারের সঙ্গে বিদেশী খেলোয়াড়রাও না করে বসেন। নিরাপত্তা শঙ্কায় সবাই সফর বাতিল করেন।
ঠিক এ অবস্থায় বিজয় যাচ্ছেন পাকিস্তানে। সন্দেহ নেই এটা বিতর্ক উস্কে দেবে। তবে পিসিবির সঙ্গে নিরাপত্তা ইস্যুতে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এবারের পিসিএলে খেলেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
Discussion about this post