সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারের ধাক্কা এখনো কাটেনি বাংলাদেশ ক্রিকেটে। এমন সময়েই সামনে আরেকটি কঠিন পরীক্ষা-পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সব জটিলতা পেরিয়ে অবশেষে পুরো বাংলাদেশ দল পৌঁছে গেছে পাকিস্তানে।
নিরাপত্তা ও কূটনৈতিক বিবেচনায় এবার খেলোয়াড়দের পাঠানো হয়েছে ধাপে ধাপে। প্রথম বহরে ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। তাদের সঙ্গে ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ কিছু সাপোর্ট স্টাফ।
এরপর সোমবার সকালে দ্বিতীয় বহরে পাকিস্তানে পৌঁছান তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী ও শেখ মেহেদী হাসান। আর এরই মধ্যে পাকিস্তানে অবস্থান করা মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন সরাসরি দলে যুক্ত হন। মুস্তাফিজুর রহমানের চোটে দলে ঢোকা খালেদ আহমেদও পৌঁছেছেন সরাসরি লাহোরে।
এখন আর কারও অনুপস্থিতি নেই। পুরো দলই পাকিস্তানে অবস্থান করছে, প্রস্তুত সিরিজের জন্য। বিসিবি অবশ্য সফর নিয়ে খেলোয়াড়দের ওপর কোনো চাপ দেয়নি। তবে যাঁরা এসেছেন, তারা সবাই নিজেদের দায়িত্ব ও প্রতিশ্রুতি থেকেই দলে যোগ দিয়েছেন। কেবল সফরে যাচ্ছেন না পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। নিরাপত্তা ইস্যুতেই নিজেদের সরিয়ে রেখেছেন তারা।
আগামী ২৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৩০ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।
Discussion about this post