ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপের ব্যর্থতা ভুলে পাকিস্তানের বিপক্ষে শুরুটা দারুণ করতে চেয়েছিল বাংলাদেশ। সে লক্ষ্যে শুক্রবার টস জিতে দলটি নিয়েছিল ব্যাটিংয়ের সিদ্ধান্ত। কিন্তু পুরনো অভ্যাস থেকে হতে পারেননি দলটি। এদিন শুরু থেকেই তারা পড়ে বিপদে। যে কারণে নিজেদের সংগ্রহ বেশিদুর নিতে পারেনি তারা। তাইতো সফরকারীরা পেয়েছে সহজ লক্ষ্যমাত্রা।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২০ রান। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন আফিফ হোসেন। এদিকে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২২ বলে ২৮ রান। এছাড়া মেহেদী হাসান করেন ঝড়ো ১৬ বলে ২ ছয় ও ১ চারে ২৭ রান।
পাকিস্তানের হয়ে হাসান আলী নেন ৩টি উইকেট। এদিকে মোহাম্মদ নাওয়াজ ও শাদাব খা নেন ১টি করে উইকেট।
Discussion about this post