পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত নিয়ে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাচ্ছে, আইসিসির ভবিষ্যত সফরসূচি (এফটিপি) অনুযায়ী এই সিরিজ বাংলাদেশের। গতবার ছাড় দেওয়া হলেও এবার পাকিস্তানকে ছাড় দেবে না বলে জানাল বিসিবি।
আসছে জুলাইয়ে দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। কিন্তু বুধবার হঠাৎই এই সফর না করার সিদ্ধান্ত নিপিসিবি । পিসিবির এমন সিদ্ধানে বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তেমন কথাই শোনালেন।
এমনিতে বাংলাদেশ সফরের আশা ব্যাপারে ব্যাপারে ইতিবাচক ছিল পাকিস্তান। কিন্তু বিসিবিকে কোনো কিছু না জানিয়েই সে ক্রিকেট বোর্ড এমন সিদ্ধান্ত নিলো? এ নিয়ে গতকাল জালাল ইউনুস বলেন, ‘আমরা পিসিবির এমন সিদ্ধান্তে সত্যিই বিস্মিত। আমরা কিছুদিন আগেও জানতাম তারা বাংলাদেশ সফর করবে ওরা। কিন্তু তারা যে আসবে না আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে এমন তথ্য পাইনি। এটা কেবল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। ওরা হয়তো সফর স্থগিতের ব্যাপারে কথা বলেছে, কিন্তু সেটা তারাই এককভাবে সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে নিশ্চিত হতে পারিনি।’
জালাল ইউনুস জানালেন, ‘ওরা চাইছে আমরা পাকিস্তান সফর করি। কিন্তু এফটিপি অনুযায়ী এ সিরিজটা আমাদের। এটা কখনোই পাকিস্তানের সিরিজ নয়। ২০১৫ সালে পর আমাদের সঙ্গে তাদের দুটি সিরিজের চুক্তি হয়েছিল। তারা বলেছিল, আমাদের এখানে এসে দুটি সিরিজ খেলবে। এছাড়া আর্থিক ইস্যু নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির সমাধান হয়েছে। তারা বলেছিল, ২০১৭ সালে বাংলাদেশে সফর করবে।’
২০১৫ সালে বাংলাদেশ সফর থেকে ৩ লাখ ২৫ হাজার মার্কিন ডলার আয় করে পিসিবি। দাবি ছিল, কৌশলগতভাবে সেটা তাদের হোম সিরিজ! জালাল ইউনুস বলেন, ‘দেখুন এখান কিন্তু টাকা পয়সার ব্যাপারটা নেই। টাকা পয়সার বিষয়গুলো একবারেই নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। এটা নিয়ে দ্বিতীয়বার কিছু বলার সুযোগ নেই।’
এর আগে বুধবার পিসিবি প্রধান শাহরিয়ার খান বলেন, ‘দেখুন, কোন বিনিময় ছাড়াই আমরা দুবার বাংলাদেশ সফর করেছি। আমরা মনে করি, টানা তৃতীয়বার বাংলাদেশ সফরে যেতে পারি না। তাই সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী বছর বা অন্য সময়ে আমরা একটা সুযোগ খুঁজবো।
Discussion about this post