ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন মিসবাহ উল হক। তবে কিছুদিন আগেই প্রধান নির্বাচকের পদ ছেড়ে দেন তিনি। এবার তার জায়গা নিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম। বৃহস্পতি ও শুক্রবার অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে তার নিয়োগ নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।
পাকিস্তানের প্রধান নির্বাচক ছাড়াও ক্রিকেট কমিটির প্রধান পদে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক উইকেটরক্ষক সেলিম ইউসুফকে। এ দুজনকেই দায়িত্ব দেয়া হয়েছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।
ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফিতে নর্দার্ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ওয়াসিম। গত মৌসুমে তার অধীনে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন হয়েছে নর্দার্ন এবং রানার্সআপ হয়েছিল কায়েদ-এ-আজম ট্রফিতে। চলতি মৌসুমের কায়েদ-এ-আজম ট্রফি শেষে জাতীয় দলের দায়িত্ব নেবেন তিনি।
জাতীয় দলের প্রধান নির্বাচক প্রথমবারের মতো হলেও পাকিস্তান দলের নির্বাচক কমিটিতে আগেই ছিলেন ওয়াসিম। নতুন বছরের শুরু থেকে বাড়তি ক্ষমতা নিয়ে নতুন দায়িত্ব শুরু করবেন। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় দলের নির্বাচক কমিটিতে ছিলেন সেলিম ইউসুফ। এবার তিনি থাকছেন পিসিবির ক্রিকেট কমিটিতে।
Discussion about this post