বাংলাদেশ ১৪ : পাকিস্তান ০
একেবারে হেসে-খেলে জয়। গোলের বন্যায় রীতিমতো ভেসে গেল পাকিস্তান। মনে হয় যেন প্রতিপক্ষকে ফুটবল খেলাটাই শেখালেন বাংলাদেশের মেয়েরা। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে মারিয়া মান্ডার দল। ১৪-০ গোলে জয়। উড়ন্ত সূচনায় বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-১৫ বালিকা ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলার বাঘিনীরা।
ম্যাচের ৫ গোল উৎসবের সূচনা। তারপর গোল করাটা যে কতো সহজ সেটাই দেখিয়েছেন কিশোরী ফুটবলাররা। পাকিস্তানের গোলপোস্টে ৫৮ শট নিয়েছে বাংলাদেশ। অথচ প্রতিপক্ষরা একটি শটও নিতে পারেনি!
ম্যাচের ৫ মিনিটে তহুরা খাতুনের গোলে এগিয়ে যায় দল। ৬-০ গোলে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে ৮টি গোল! শামসুন্নাহার করেন ৫ গোল। ম্যাচের ৩১, ৫০, ৫৪, ৫৭ ও ৯০ মিনিটে গোলগুলো করে এই স্ট্রাইকার।
দুটি করে গোল করেছেন তহুরা খাতুন (৫ ও ১৯ মিনিটে) , সাজেদা খাতুন (৪৮ ও ৫৮ মিনিটে) ও আনাই মোগিনি (৬০ ও ৮৮ মিনিটে)। একটি করে গোল মনিকা চাকমা, সাজেদা ও মারিয়া মান্ডার।
এই জয়ে সেমিফাইনালে উঠা পথে এগিয়ে গেল বাংলাদেশ। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ১৩ আগস্ট নেপালের সঙ্গে খেলবে তারা। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভারত একইদিন ১২-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে।
Discussion about this post