৯ উইকেটে ৪১৯ রান নিয়ে ইনিংস ঘোষণা করতেই যেন নিশ্চিত হয়ে হারারে টেস্ট জিতছে পাকিস্তান। কেননা, জিম্বাবুয়ের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৩৪২।
এ অবস্থায় পাকিস্তানি দুই স্পিনারের সামনে নাজেহাল জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা। ১২০ রানেই গুটিয়ে যায় তারা। ২২১ রানের বড় ব্যবধানে হেরে যেতে হয়েছে জিম্বাবুয়েকে।
৩৪২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ১৩ রান করেছিল জিম্বাবুয়ে। জিততে হলে শনিবার আরও ৩২৯ রান দরকার ছিল তাদের। আর ড্র করতে হলে পুরো দিন উইকেটে পড়ে থাকতে হতো স্বাগতিকদের। হাতে ছিল ৯ উইকেট। কিন্তু পাকিস্তানি স্পিনারদের দাপটে তার কোনোটাই হল না। আজমল নেন ৪ উইকেট। রেহমানের শিকারও ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস : ২৪৯/১০ এবং ২য় ইনিংস : ৪১৯/৯ ডি.।
জিম্বাবুয়ে ১ম ইনিংস : ৩২৭/১০ এবং ২য় ইনিংস : ১২০/১০ (সিকান্দার ২৪, ওয়ালার ১৭; আজমল ৪/২৩, রেহমান ৪/৩৬)।
ফল : পাকিস্তান ২২১ রানে জয়ী।
ম্যাচসেরা : ইউনুস খান।
সিরিজ : দুই ম্যাচ সিরিজে পাকিস্তান ১-০ তে এগিয়ে।
Discussion about this post