ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেই একই ব্যর্থতার গল্প! তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। মঙ্গলবার ভারতের বিপক্ষে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল। অথচ ডু অর ডাই লড়াইয়ে ছিল টাইগাররা। হারলেই শেষ সেমি-ফাইনালে উঠার স্বপ্ন। এমন দৃশ্যপটে আক্ষেপ থাকল। বিশ্বকাপের ময়দানে খেলা হল না সেরা চারে। ২ ওভার আগেই অলআউট হয়ে যায় দল। ২৮ রানে হারে টাইগাররা।
শেষ সেমিতে উঠার স্বপ্ন। এখন শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি শুধুই সম্মানের লড়াই। সেখানে জয়ের অপেক্ষায় মাশরাফি বিন মর্তুজার দল।
এজবাস্টনের আক্ষেপ সঙ্গী হয়েছে বাংলাদেশের। ব্যাটিং উইকেটে তামিম ইকবাল মিস করেন রোহিত শর্মার ক্যাচ। ৯ রানে জীবন পেয়ে করেন শতরান। তার ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ভারত তুলেছিল ৩১৪ রান। জবাব দিতে লড়লেন শুধু সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। তার হাফসেঞ্চুরিতে জমল ম্যাচটা। তবে জয় ধরা দেয়নি!
এবার শেষ ম্যাচে চোখ টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে জয় চাই। কোচ স্টিভ রোডস বলেন,‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচি শুক্রবার। ম্যাচটির দিকে তাকিয়ে আছি আমি। পাকিস্তান খুব কঠিন প্রতিপক্ষ। আমরা জানি তারা কতটা ভালো দল। তবে আমরা আত্মবিশ্বাসী। জেতা সহজ হবে না। জিততে কঠিন লড়াই করতে হবে। শেষ ম্যাচে দুটি পয়েন্ট পাওয়ার জন্য আমরা উন্মুখ।’
পাকিস্তানও জয়ের অপেক্ষায়।পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থাকা দলটি হারলেই ছিটকে যাবে সেমির লড়াই থেকে। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি জিতে সমাপ্তিটা দারুণভাবে করতে চান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজা। জানান, ‘যা হওয়ার হয়ে গেছে। আশা করছি দারুণ একটা সমাপ্তি নিয়ে বিশ্বকাপ শেষ করতে পারব।’
বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ৫টি জয়। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তানকে হারানো। সঙ্গে দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের অন্তত একটিতে জয়। তিনটি ধরা দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ভাসিয়ে নেয় বৃষ্টি।
Discussion about this post