এটি ছিল অলিখিত কোয়ার্টার ফাইনাল। যারা জিতবে তারাই উঠে যাবে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। এমন সমীকরন সামনে রেখে খেলতে নেমে লড়তেই পারল না পাকিস্তান। মঙ্গল মিরপুরে তাদের বিপক্ষে ৮৪ রানের সহজ তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। এই জয় দিয়ে ক্যারিবীয়রা উঠে গেল শেষ চারে। ৩ এপ্রিল মিরপুরে ফাইনালে উঠার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরের দিন আরেক সেমিতে ভারত লড়বে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। দুটো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭টায়।
শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৬৬ রান। ড্যারেন স্যামি ২০ বলে করেন ৪২ রান। ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা! ২৬ বলে ৪৬ রান করেন ডোয়াইন ব্র্যাভো।
জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। শুরু হয় ব্যাটসম্যানদের উইকেটে আসা আর যাওয়ার পালা। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে অলআউট হয়ে তারা করে মাত্র ৮২ রান। স্যামুয়েল ব্রান্দ্রে ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। সুনীল নারাইনও নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৬/৬ (সিমন্স ৩১, স্যামুয়েলস ২০, ব্রাভো ৪৬, স্যামি ৪২*; হাফিজ ১/১৫, আফ্রিদি ১/২৩, বাবর ১/২৭)
পাকিস্তান: ১৭.৫ ওভারে ৮২/১০ (হাফিজ ১৯, বাদ্রে ৩/১০, নারাইন ৩/১৬)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮৪ রানে জয়ী
ম্যাচসেরা: ডোয়াইন ব্র্যাভো
Discussion about this post