ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডেতেও একই দাপট বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের। তিন দিনের ম্যাচে সিরিজ জয়ের পর এবার ৫০ ওভারের ক্রিকেটেও জয়ে শুরু স্বাগতিকদের। পাকিস্তান যুবাদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অনায়াসে জিতেছে জুনিয়র টাইগাররা।
শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৮৯ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ২২৮ রান। জবাব দিতে নেমে ৪১.১ ওভারে অলআউট মাত্র ১৩৯ রানে।
যদিও প্রথমে ব্যাট করতে নেমে দলের রান যখন ২৬ তখনই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ২৯ রানে দ্বিতীয় ও ৫৭ রানে তৃতীয় উইকেট হারালে চাপে পড়ে স্বাগতিকরা। সাকিব শাহরিয়ার ৩১ বলে ৩৪ রানে প্রাথমিক ধাক্কা সামাল দেন। কিন্তু তারপরই ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে ১০৯ রান দাঁড়ায় বাংলাদেশ যুবাদের।
মাহফুজুর রহমান রাব্বী দৃঢ়চেতা ব্যাটিংয়ে তখন চেনা পথে ফেরে দল। ৬৬ রান করতে খেলেন ৭১ বল। এরপর দশম ব্যাটসম্যান আজিজুল হক রনি অপরাজিত থাকেন ৩৫ রানে। পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের ফরহাদ খান ৫৪ রানে নেন ৪ উইকেট। ৩টি উইকেট তুলেন আসির মুঘল।
জবাবে নেমে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তান। ২৭ রানে দল হারায় ৩ উইকেট। কাশিফ আলি ৬৭ বলে ৯টি চার ও একটি ছক্কায় তুলেন ৬৪ রান। মুহাম্মদ ওয়াক্কাস ২৭, অসির ১৯ রান করেন।
বাংলাদেশের মুশফিক হাসান, আজিজুল রনি ও মাহফুজুর রহমান রাব্বী শিকার করেন দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন আশিকুর রহমান ও খালিদ হাসান। ব্যাটে-বলে দাপটে ম্যাচসেরা মাহফুজুর রহমান রাব্বী।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামেই আগামী ১৩ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তানের যুবারা। একই ভেন্যুতে ১৫ মে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
Discussion about this post