নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে জয়ের পথে শুভযাত্রা শুরু করল টাইগ্রেসরা। ম্যাচে দুই দিকেই ছিলেন নায়ক-বোলারদের আগুনে আক্রমণ এবং অভিষেকী রুবাইয়া হায়দারের ব্যাটিং ঝলক।
এদিন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও স্বর্না আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান ১২৯ রানে অলআউট করে। তারপর লক্ষ্যটাকে একেবারে মামুলি করে ১১৩ বল ও ৭ উইকেট অক্ষত রেখেই জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান পুরো ইনিংসেই ছিল চাপে। শুরুতেই মারুফা আক্তারের আঘাত-প্রথম ওভারেই তিনি তুলে নেন দুই ওপেনারকে। এরপর নাহিদা ও স্বর্ণার ঘূর্ণিতে একে একে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামীম। আর অধিনায়ক ফাতিমা সানা সংগ্রহ করেন ২২ রান। বাকিদের ব্যর্থতায় ৩৮.৩ ওভারে অলআউট হয় পাকিস্তান মাত্র ১২৯ রানে।
বাংলাদেশ বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্বর্ণা আক্তার। তিনি ৩ উইকেট নেন মাত্র ৫ রান খরচ করে। মারুফা ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ফারজানা হক ব্যর্থ হলেও দৃঢ়তা দেখান রুবাইয়া হায়দার ঝিলিক। অভিষেক ওয়ানডেতে তিনি খেলেছেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। সঙ্গী হিসেবে পেয়েছেন অধিনায়ক নিগার সুলতানা (২৩) ও পরে সোবহানা মোস্তারী (২৪*)। শেষ পর্যন্ত ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ জয় পায় সহজেই।
অভিষেক ম্যাচে রুবাইয়ার ফিফটি শুধু জয়কেই সহজ করেনি, বরং বাংলাদেশ নারী দলের ব্যাটিং লাইনআপে নতুন ভরসা খুঁজে দিয়েছে!
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৩৮.৩ ওভারে ১২৯/১০ (মুনিবা ১৭, রামিন ২৩, রিয়াজ ১৩, সিদরা নাওয়াজ ১৫, ফাতিমা ২২, নাতালিয়া ৯, ডায়ানা ১৬*; মারুফা ৭-০-৩১-২, নিশিতা ৬-০-২৮-১, নাহিদা ৮-১-১৯-২, ফাহিমা ৭-১-৩২-১, রাবেয়া ৭-২-১৩-১, স্বর্ণা ৩.৩-৩-৫-৩)
বাংলাদেশ: ৩১.১ ওভারে ১৩১/৩ (ফারজানা ২, রুবাইয়া ৫৪*, শারমিন ১০, নিগার ২৩, সোবহানা ২৪*; ফাতিমা ৮-১-৩০-১, ডায়ানা ৮-৩-১৪-১, রামিন ৫-০-২৫-১)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মারুফা আক্তার
Discussion about this post