ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লড়াই শুরুর আগে ছিল টানটান উত্তেজনা। দুই চিরশত্রুর লড়াই বলে কথা। এমনিতে ভারত-পাকিস্তানের লড়াই তো দেখা যায় না বললেই চলে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপের সেমি-ফাইনালেই দেখা মিলল এই দ্বৈরথ। কিন্তু লড়াই জমল কোথায়? একেবারে অনায়াসেই পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে অল্প রানে অলআউট করে বোলারদের। তারপর দুই ওপেনারের দৃঢ়তায় অনায়াস জয় পায় ভারত।
পচেফস্ট্রুমে মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে সহজে ১০ উইকেটে জিতেছে ভারত। মঙ্গলবার দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে অনূর্ধ্ব-১৯ দলকে যুব বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান যশ্বসী জয়সওয়াল।
যুব বিশ্বকাপের নকআউট পর্বে এই প্রথম কোনো দল জিতল ১০ উইকেটে। গতবারের চ্যাম্পিয়ন ভারত এনিয়ে সপ্তমবার উঠল ফাইনালে। ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিতে নিউজিল্যান্ডের সঙ্গে লড়বে বাংলাদেশ।
ভারতের সামনে ১৭৩ রানের টার্গেট ছিল। আর দুই ওপেনারের দাপটে ৮৮ বল হাতে রেখেই হাসিমুখে মাঠ ছাড়ে তারা।
যদিও ফাইনালে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। এরপর ব্যর্থতার মিছিলে কিছুটা লড়াই করেন হায়দার আলি ও অধিনায়ক রোহাইল নাজির। ৭৭ বলে ৯ চারে ৫৬ রান করেন হায়দার। নাজিরের ব্যাটে ৬২। ২৮ রানে ৩ উইকেট পেয়েছেন ভারতের সুশান্ত মিশ্র। দুটি করে উইকেট নেন রবি বিষ্ণুই ও কার্তিক তিয়াগি।
জবাব দিতে নেমে ওপেনিং জুটিতেই বাজিমাত। ১৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জয়সওয়াল ও দিব্যানশ সাক্সেনা। ৯৯ বলে ছয় চারে ৫৯ রানে অপরাজিত থাকেন সাক্সেনা। ১১৩ বলে আট চার ও চার ছক্কায় ১০৫ রান জয়সওয়ালের।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৪৩.১ ওভারে ১৭২/১০ (হায়দার ৫৬, হুরাইরা ৪, মুনির ০, নাজির ৬২, আকরাম ৯, হারিস ২১, ইরফান ৩, আফ্রিদি ২, তাহির ২, আমির আলি ১, আমির খান ০*; সুশান্ত ৩/২৮, কার্তিক ২/৩২, বিষ্ণুই ২/৪৬, জয়সওয়াল ১/১১ আনকোলেকার ১/২৯)
ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৩৫.২ ওভারে ১৭৬/০ (জয়সওয়াল ১০৫*, সাক্সেনা ৫৯*; মুনির ০/১২, তাহির ০/১৭, আমির খান ০/২০)
ফল: ভারত অনূর্ধ্ব-১৯ দল ১০ উইকেটে জয়ী
Discussion about this post