ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের দিনই সন্ধ্যার শিশিরের কথা বলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। টস জিততে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু রোববার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য সঙ্গে থাকল না। শেষ পর্যন্ত টস না জিতলেও শিশির সামলে বোলিংয়ের ঝামেলায়ও যেতে হচ্ছে না টাইগারদের। টস জিতে আাগে ব্যাটিংয়ে নামছে ওয়েস্ট ইন্ডিজ।
এদিন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলতে নামলেন।
চার ওপেনারকে নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে ফিরলেন তামিম ইকবাল। রানে থাকা অন্য তিন ওপেনার ইমরুল কায়েস, সৌম্য সরকার ও লিটন দাস-তিনজনই রয়েছেন একাদশে। আবার এশিয়া কাপের পর সাকিব আল হাসানও ওয়ানডেতে ফিরলেন।
একাদশে তিন পেসার নিয়েই নেমেছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফির সঙ্গে রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। স্পিন বিভাগে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।
দুই দলের আগের ৩১ ম্যাচের নয়টিতে জিতেছে বাংলাদেশ। ২০টিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পরিত্যক্ত অন্য দুটি ম্যাচ।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরান পাওয়েল, শেই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রোস্টন চেইস, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ওশান টমাস।
Discussion about this post