রাজধানী ঢাকার মতো বন্দরনগরী চট্রগ্রামেও অঝোর ধারার বৃষ্টি! শরতের আকাশ ঝেপে নামল অঝোর ধারার বৃষ্টি! তাতেই পরিত্যক্ত চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিনদিনের প্রস্তুতি ম্যাচ।
এমনিতে গত কিছুদিন ধরেই ঘোমড়া হয়ে আছে চট্রগ্রামের আকাশ। বৃষ্টি ছিল বৃহস্পতিবার, শুক্রবারও। আউটফিল্ডের নানা জায়গায় পানি জমেছিল। এরপর শনিবার ম্যাচের দ্বিতীয় দিনেও বৃষ্টির দাপট থাকায় সকাল সাড়ে দশটায় আনুষ্ঠানিকভাবে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি আকতার আহমেদ শিফাত, দুই আম্পায়ার এনামুল হক ও শরফুদৌলা ইবনে শহীদ সৈকত।
অবশ্য বৃষ্টির এমন দাপট থেকে মাঠেই যায়নি কিউই ক্রিকেট দল। ইনডোরে অনুশীলন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আবহাওয়া অফিস বলছে, রোববারও বৃষ্টি হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সফর ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘ম্যাচ রেফারি গ্রাউন্ডস স্টাফ ও ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কথা বলে দুই দলের ম্যানজমেন্ট পরিস্থিতি বুঝিয়ে বলেছেন। দুই দলই পরিস্থিতি বুঝেছেন এবং সিদ্ধান্ত মেনে নিয়েছেন।’
৯ অক্টোবর থেকে চট্রগ্রামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ২ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।
বিসিবি একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, এনামুল হক, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, সাজেদুল ইসলাম, সৌম্য সরকার, মুকতার আলী, নূর হোসেন এবং ফরহাদ রেজা।
Discussion about this post