ক্যারিয়ারের সেরা সময়টাতেই যেন আছেন তিনি। তারই পথ ধরে অনন্য এক রেকর্ডের সামনে এখন তিনি।ওয়ানডে, টি-টুয়েন্টি ও টেস্টে একসঙ্গে র্যাংকিংয়ে এক নম্বরে ওঠার রেকর্ডটি আছে রিকি পন্টিংয়ের। সাবেক এ অস্ট্রেলিয়া অধিনায়কে অনন্য রেকর্ডটি ছোঁয়ার সুযোগ বিরাট কোহলির সামনে। বর্তমান ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ব্যাটিং র্যাংকিংয়ে এক নম্বরে আছেন ভারত অধিনায়ক। বৃহস্পতিবার টেস্ট র্যাংকিংয়ে উঠে গেলেন পাঁচ থেকে দুই’য়ে।
নিজেদের মাঠে মাঠে শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ ব্যাটিং করেন কোহলি। ৩ ম্যাচে ৫ ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিতে এ ডানহাতি করেন ৬১০ রান। এরপর সাদা পোশাকের ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় ভারত অধিনায়ক উঠে আসেন দুই নম্বরে। পেছনে ফেলেন ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পূজারা, কেন উইলিয়ামসন আর জো রুটকে।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ৮৯৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছেন কোহলি। ৯৩৮ পয়েন্ট নিয়ে এ তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। ২০০৫-০৬ মৌসুমে টেস্ট ও ওয়ানডে র্যাংকিংয়ে এক নম্বরের জায়গা দখল করেন রিকি পন্টিং।
Discussion about this post