দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। এবার ভারতের মাঠে বসবে বিশ্বসেরার লড়াই। তার আগে এবার বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ চলছে। সব ঠিক থাকলে আগামী ৭ আগস্ট বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে আসছে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। বাংলাদেশে ৩ দিন থাকবে এই ট্রফি।
আকর্ষণীয় জায়গায় রাখার একটা প্রচলন আছে। তাইতো পদ্মা সেতুতে রাখা হবে বিশ্বকাপ ট্রফি। বিষয়টি নিশ্চিত করলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। মঙ্গলবার বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘এটা আইসিসির চাহিদা যে দেশে যায় সেই দেশের আইকনিক লোকেশনে ফটোসেশন করা।’
এর আগে সংসদ ভবনের সামনে করা হয়। এবার তাই পদ্মা সেতুতে করা হবে। আইকনিক জায়গায় ফটোসেশনের বাইরে জনসাধারণের জন্যও উন্মুক্ত করা হবে বিশ্বকাপ ট্রফি। রাজধানীর বসুন্ধরা শপিং মলে আগামী ৮ অথবা ৯ আগস্ট রাখা হবে বিশ্বকাপের ট্রফি।
গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয়েছে পদ্মা সেতুর। পদ্মা নদীর ওপর নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরই এটি হয়ে উঠে দর্শনীয় স্থান।
গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ট্রফি উন্মোচনের পর বিশ্বভ্রমণ শুরু হয় ১৪ জুলাই। ১৭টি দেশে ঘুরে ট্রফিটি চূড়ান্তভাবে বিশ্বকাপের দেশ ভারতে যাচ্ছে ৪ সেপ্টেম্বর। বাংলাদেশ থেকে ১০ আগস্ট বিশ্বকাপের ট্রফি যাবে কুয়েতে।
কুয়েত ছাড়াও ট্রফি যাবে বাহরাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, পাপুয়া নিউগিনি, ফ্রান্স ও ইতালি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান ছাড়াও এরই মধ্যে ট্রফিটা ঘুরে এসেছে পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্রে।
Discussion about this post