ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! নতুন আরেকটি স্টেডিয়ামের কাজ শুরু হচ্ছে। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হবে মাঠ। পদ্মা নদীর তীরে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। তার অংশ হিসেবে গত মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বুয়েটের বিশেষজ্ঞরা মিলে একটি দল পাটুরিয়া ফেরিঘাটের কাছে ধুতরাবাড়ি এলাকা পরিদর্শনে যায়।
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত এই ধুতরাবাড়ি। অনুপম সৌন্দর্য তার চারপাশে। পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। এই এলাকারই সংসদ সদস্য বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। পরিকল্পনাটা তারই। তিনি জানান, ‘পাটুরিয়া ফেরি ঘাটের কাছে জায়গাটিকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এ এলাকার প্রকৃতি বেশ মনোরম। এখানে যদি স্টেডিয়াম গড়ে তোলা যায়, তবে এ অঞ্চলের পর্যটন শিল্পেও একটি বড় ভূমিকা রাখবে।’ সন্দেহ নেই এটি নির্মাণ হলে মিরপুর স্টেডিয়ামের ওপর চাপ কমবে।
এমনিতে স্টেডিয়াম নির্মাণের জন্যএনএসসি ২৫ একর জমি চাইছে। ধুতরাবাড়িতে সেই পরিমাণ জমি আছে। বুয়েটের প্রতিনিধিরা ইতিবাচক রিপোর্ট দিলে কাজ শুরু হয়ে যাবে! দ্রুত সেই কাজ শেষ করতে চান বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দূর্জয়!
Discussion about this post