টানা দুই হার। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, কাল দক্ষিণ আফ্রিকার কাছে। শনিবার এজবাস্টনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয়ও পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নিয়ে যাওয়ার জন্য এখন আর যথেষ্ট নয়। পরাজয়ের পাশাপাশি পাকিস্তানের জন্য শঙ্কার ব্যাপার যা তা হলো, দুটো ম্যাচের একটিতেও ২০০ রানের ঘরে প্রবেশ করতে না পারা। টপ অর্ডার ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় টানা দুই ম্যাচে এই পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না দলীয় অধিনায়ক মিসবাহ-উল-হক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাট করে ১৭০ রানে অলআউট হয়ে যাওয়ার পর বোলাররা প্রতিরোধ গড়েছিলেন। ক্যারিবীয়দের আট উইকেট ফেলে দিয়ে দলকে প্রায় জয়ের বন্দরে নিয়ে গিয়েছিলেন দলের বোলিং সৈনিকেরা। কিন্তু কাল প্রোটিয়াদের বিপক্ষে মাত্র ২৩৫ রানের লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে পাকিস্তানি ব্যাটসম্যানরা যেভাবে ১৬৭ রানেই ‘শেষ’ হয়ে গেলেন, তা তির হয়ে বিঁধছে অধিনায়ক মিসবাহর বুকে।
Discussion about this post