ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অভিষেকের পর থেকেই শ্রীলঙ্কা দলের নিয়োমিত সদস্য। মাঠের ক্রিকেটেও দুর্দান্ত পারফর্ম করছেন। কিন্তু এবার সেই কুশল মেন্ডিসই জড়িয়ে পড়লেন বড়সড় পথ দুর্ঘটনায়। শ্রীলঙ্কার পুলিশ রোববার সকালে জানিয়েছে, গাড়িচাপায় এক বৃদ্ধকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে।
রোববার ভোরে কলম্বোর কাছে পানাদুরা নামের এক জায়গায় মেন্ডিসের গাড়ি একটি বাইসাইকেলে আঘাত করে। ঘটনাস্থলেই ৭৪ বছর বয়সী পথচারীর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মেন্ডিসকে আজ আদালতে হাজির করানো হবে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। এমনটাই জানিয়েছেন লঙ্কান গণমাধ্যম।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস ৪৪ টেস্ট এবং ৭৬ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৩৭ গড়ে ২৯৯৫ রান তার, ওয়ানডেতে ৩০.৫২ গড়ে করেছেন ২১৬৭ রান। দেশের হয়ে গতবছর ইংল্যান্ডের মাটিতে প্রথমবার পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে খেলেন তিনি। ৭ ম্যাচ খেলে মেন্ডিস ১৪৩ রান করেছিলেন।
গত বেশ কয়েকদিন ধরেই শ্রীলঙ্কা ক্রিকেটে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ফিক্সিং ইস্যু নিয়ে বড় আলোচনা চলছে। এর মধ্যেই মেন্ডিসের গাড়ি চাপা দিয়ে পথচারীর মৃ্ত্যুর ঘটনা ঘটল।
Discussion about this post