দক্ষিণ আফ্রিকা সফর সত্যিকার অর্থেই দুঃস্বপ্নের অন্য নাম হয়ে আছে। কিছুতেই ছন্দ ফেরা হচ্ছে না। বিশেষ করে বোলাররা সবচেয়ে অসহায় অবস্থায় আছেন। সাফল্য বলতেই নেই! টেস্টের পর ওয়ানডে সিরিজেও সেই একই গল্প। প্রথমটি ১০ উইকেটে হার। এপর বুধবার ১০৪ রানে বিধ্বস্ত টাইগাররা। এমন হারের পর ছন্দে ফেরার পথ খুঁজছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বললেন, ‘আমরা গ্রুপ হিসেবে ভালো খেলতে পারছি না। হঠাৎ করে কেউ হয়তো ভাল খেলছে। একসঙ্গে ভাল না খেললে সাফল্য আসাটা কঠিন।’
মাশরাফি মনে করছেন অনুশীলনের অভাবেই এমনটা হচ্ছে। বলেন, ‘দেখুন, অনুশীলনের বিকল্প কিছু নেই। এই ধরনের কন্ডিশনে ভালো করার জন্য অনেক অনুশীলন করতে হবে। আমার মনে হয় না, সিরিজের মধ্যে এটা সম্ভব। যখন বিরতি থাকে তখন সুনির্দিষ্ট ব্যাপারগুলো নিয়ে কাজ না করলে এই ধরনের কন্ডিশনে এসে এমন সংগ্রাম করতে হবে।’
অবশ্য এমন হারে এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো সেঞ্চুরির কথাও বললেন মাশরাফি। জানালেন, প্রোটিয়া ব্যাটসম্যানের ১০৪ বলে ১৭৬ রানের ইনিংস সব শেষ করে দিয়েছে। বললেন, ‘তার শেষের ঝড়ই ম্যাচ থেকে ছিটকে ফেলে আমাদের। ওকে যদি একশ করার পরপরই আউট হয়ে যেত, এটা অন্যরকম ম্যাচ হতে পারতো। ওর পরের ৭৬ রান অনেক পার্থক্য গড়ে দিয়েছে।’ অবশ্য ভিলিয়ার্সের ক্যাচও ফেলেছেন বাংলাদেশের ফিল্ডাররা। এটিতে অসন্তুষ্ট অধিনায়ক।
২২ অক্টােবর বাফেলো পার্ক ফলোঅন এড়াতে মাঠে নামবে বাংলাদেশ। এদিন প্রোটিয়াদের সঙ্গে সিরিজের তৃতীয় ওয়ানডে। আগের দুটো ওয়ানডেতে হেরে চাপে টাইগাররা। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে জয় চাই তাদের।
Discussion about this post