ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতেই মাঠে নামেন ক্রিকেটাররা। যে কারণে জয়-পরাজয়টা খুব একটা আলোড়িত করে না তাদের। ঠিক তেমনটাই গত মঙ্গলবার বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দেখা গেছে বাংলাদেশ-ভারত ক্রিকেটারদের। ঐ ম্যাচে অবশ্য বিরাট কোহলির দল পেয়েছে সব। তবে মাশরাফি বিন মর্তুজার দল হারলেও প্রাপ্তি কম নয়। তাই বৈশ্বিক টুর্নামেন্টের মূল লড়াইয়ের আগে ইতিবাচক বাংলাদেশ অধিনায়ক।
কার্ডিফের সোফিয়া গার্ডেনে গত মঙ্গলবার ভারতের কাছে ৯৫ রানে হারে বাংলাদেশ। আগে ব্যাট করে ৭ উইকেটে ৩৫৯ রান করে ভারত। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ৪৯.৩ ওভারে ২৬৪ রান। এদিকে বিবেচনা করলে ম্যাচ হয়েছে একতরফায়। তবে মাশরাফি বিন মর্তুজা তেমনটা ভাবছেন না। যা চেয়েছিলেন তার বেশিরভাগই পেয়েছেন তিনি এ ম্যাচে, ‘আয়ারল্যান্ডে নতুন বলে আমরা সেভাবে উইকেট নিতে পারিনি। তাই পেস বোলিংয়ে ভালো শুরুর ইচ্ছে ছিল। মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছে। আমি চেষ্টা করেছি। রুবেল ও সাইফের কাছ থেকে যা চেয়েছি, অনেকটাই পেয়েছি।’
বেশ কিছুদিন নতুন বল হাতে নিতে দেখা যায়নি মোস্তাফিজকে। গত পরশু মাশরাফির ভাবনায় এ পেসার ফেরেন পুরনো রূপে। শুরুতে দারুণ বোলিংও করেন, ‘আমাদের মনে হয়েছে, নতুন বলে উইকেট নেওয়ার মতো একজনকে দরকার। এই জায়গায় ঘাটতি থেকে যাচ্ছিল। মুস্তাফিজ আজ কাজটা দারুণভাবে করেছে। বেশি স্বস্তি পাচ্ছি যে সে তার পুরোনো গতির অনেকটা ফিরে পেয়েছে। ১৪০ কিলোমিটার তুলেছে গতি। মুস্তাফিজ নিজের মতো বোলিং করলে আমাদের বোলিংয়ের ধারই অন্যরকম।’
প্রস্তুতি ম্যাচে মাশরাফির চোখে আরও ইতিবাচক ধরে পড়েছে মুশফিক ও লিটনের ব্যাটিং, ‘মুশফিক ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেছে, যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। লিটন নিজের কাজ করে রাখছে। দুজনই সেঞ্চুরি করলে ভালো লাগত। রিয়াদ আর কিছু সময় টিকলে হয়তো আমরা তিনশ করতে পারতাম। তবে খুবই হাই কোয়ালিটি বোলিং খেলেছি আমরা, যে প্র্যাকটিস খুব কাজে দেবে।’
ভারতের বিপক্ষে বল-ব্যাট হাতে অনেকটায় নিস্প্রভ ছিলেন সাকিব। তবে মাশরাফি আশা করেন বিশ্বকাপের মূল লড়াইয়ে ঠিকই স্বরূপে ফিরবেন সাকিব, ‘সাকিবের একটি বাজে দিন গেছে। তবে দারুণভাবে ফেরার মতো অভিজ্ঞতা তার আছে। আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপে সে দারুণ কিছু করবে। মিরাজও গত কিছুদিনে ভালো করেছে। মোসাদ্দেকের বোলিং ফিগার দেখে খুব খরুচে মনে হলেও ওর শুরুটা খারাপ ছিল না।’
আগামী রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের দ্বাদশ বিশ্বকাপ মিশন।
Discussion about this post