মিরপুরের হোম অব ক্রিকেট আবারো সরগরম হয়ে উঠেছে। যদিও কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১০ জুলাই। তার আগেই নিজ উদ্যোগে বেশ কয়েকজন ক্রিকেটার নেমে পড়েছেন অনুশীলনে। এইতো মঙ্গলবার জিমে বেশ খানিকটা সময় কাটালেন ব্যাটসম্যান ইমরুল কায়েস।
আগস্টে অস্ট্রেলিয়া সিরিজের আগে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন এই ব্যাটসম্যান।ইমরুল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সুযোগ না পাননি। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছন। যদিও প্রিয় পজিশন ওপেনিংয়ে নয়, তিনে দেখা গেছে তাকে। আর সেখানে ব্যর্থ তিনি। দুই ম্যাচে করেন মাত্র ২৫ রান।
ব্যাটিং অর্ডারে স্থায়ী কোনপজিশন মিলছে না। এনিয়ে কিছুটা অস্বস্তিতেও আছেন তিনি। জানালেন, ‘দেখুন এটা শুধু আমারই নয়, সবার জন্যই সমস্যা। আপনি অফিসে গিয়ে যদি দেখেন আপনার ডেস্ক পরিবর্তন হয়ে অন্য জায়গায় গেছে, তখন কাজ করতে কেমন লাগবে? বিষয়টা শুধু ক্রিকেটে নয়, জীবনের সব জায়গায় প্রভাব পড়ে।’
অবশ্য এসব ভুলে আপাতত ইমরুল অনুশীলনেই মনোযোগ রাখছেন। বললেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্পে প্রায় তিন সপ্তাহের মতো ফিটনেস নিয়ে কাজ করতে পারব। ফিটনেসের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ। ফিটনেস ঠিক রাখা আমাদের প্রথম লক্ষ্য। তাদের বিপক্ষে সুযোগ পাই ভালো কিছুর চেষ্টা করব আমি।’
সবকিছু ঠিক থাকলে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৭ থেকে ৩১ আগস্ট মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ থেকে ৮ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।
Discussion about this post