ইঙ্গিতটা আগেই ছিল। এবার অফিসিয়াল অনুমিতটাও পেয়ে গেলেন তামিম ইকবাল। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার অনাপত্তিপত্র পেলেন বাংলাদেশ দলের বাঁহাতি এই ওপেনার। ইনজুরি কাটিয়ে নেপালের এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম।
এর আগে চোটের কারণে এ বছর জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ছিলেন না এই তারকা ক্রিকেটার। এরপর এই মাসে সবাইকে চমকে দিয়ে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের দল থেকে সরিয়ে নেন নিজেকে। তবে জানিয়ে দেন ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেবেন না।
তারই পথ ধরে তামিম ১৯ সেপ্টেম্বর থেকে শুরু করেন অনুশীলন। মিরপুরে চলে তার ব্যাটিং চর্চা। লক্ষ্য এখন নেপালেরর লিগ।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন তামিমকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে নেপালের এই ফ্রাঞ্চাইজি লিগ। নেপালের লিগে ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলতে ২৪ সেপ্টেম্বর ঢাকা ছাড়ার কথা তামিমের।
Discussion about this post