এশিয়া কাপের আগে সময়টা যে একদমই ফাঁকা, তা নয়। তবে এই সময়টুকু কতটা কার্যকরভাবে কাজে লাগানো যায়, সেটাই ভাবনার জায়গা। বিসিবি এবার সেই ফাঁক গলে খুঁজে পেয়েছে এক প্রস্তুতির সুযোগ-নেদারল্যান্ডসকে নিয়ে একটি ঘরোয়া সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে তারা।
যদিও এখনও কেবল পরিকল্পনার স্তরে রয়েছে বিষয়টি, তবে আলোচনা বেশ এগিয়েছে। সব ঠিকঠাক থাকলে আগস্টের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সম্ভাব্য ভেন্যু? বিসিবির ইঙ্গিত-সিলেট।
গত কয়েক বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম নিজের জাত চিনিয়েছে। উইকেটের গুণমান, আউটফিল্ডের দ্রুততা, আর আবহাওয়ার সুবিধা-সবমিলিয়ে সিলেট হয়ে উঠেছে প্রস্তুতির আদর্শ মঞ্চ। বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সবচেয়ে ভালো উইকেট যেখানে, আমরা সেখানে খেলব। ঢাকায় না, ঢাকার বাইরে হবে। সিলেটে সম্ভাবনাই বেশি। এশিয়া কাপের আগে যে ধরনের উইকেট দরকার, সেটা সিলেটেই পাওয়া সম্ভব।’
সম্ভাব্য সিরিজের সময়: আগস্টের তৃতীয় সপ্তাহ। ৩টি টি-টোয়েন্টি। এদিকে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ৬ আগস্ট, আর ১০ আগস্ট অনুষ্ঠিত হবে ফিটনেস টেস্ট। ওই দিনই প্রধান কোচ ফিল সিমন্স দলের সঙ্গে যোগ দেবেন।
এশিয়া কাপ মাঠে গড়াবে ৯ সেপ্টেম্বর, শেষ হবে ২৮ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
Discussion about this post