ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মঙ্গলবার পাকিস্তান সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার পাকিস্তানে পা দিয়ে ৪৮ ঘন্টার পর টেস্ট খেলতে মাঠে নামবেন মুমিনুল হকরা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু ৭ ফেব্রুয়ারি।
গত মাসে টি-টোয়েন্টি সিরিজ খেলে ফিরেছে টাইগাররা। যেখানে একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। আর বাকি দুটিতেই হেরেছে টাইগাররা।
এ অবস্থায় প্রস্তুতির কিছুটা ঘাটতি আছে। তারপরও বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল জানালেন বুধ ও বৃহস্পতিবার দুই দিন দল অনুশীলন করবে রাওয়ালপিন্ডিতে। তারপর শুক্রবার শুরু টেস্ট। মুমিনুল হক সোমবার মিরপুরে বলেন, ‘দেখুন, প্রস্তুতির ব্যাপারটা তো আমার হাতে নেই। এটা নিয়ে মন্তব্য করা কঠিন। এটা আবহাওয়ার মতো, আমি নিয়ন্ত্রণ করতে পারব না। আমাদের সেটা নিয়ে যেতে হবে। যুদ্ধে যাওয়ার আগে যেরকম পরিস্থিতি হয়। কিছু করার থাকে না। এই পরিস্থিতিতে নিজেরা যে যেভাবে পারি, মানিয়ে নিতে হবে। আগে থেকে এরকম নেতিবাচক চিন্তা না করে, আমার মনে হয় যা সম্বল রয়েছে তা নিয়ে এগিয়ে যাওয়া ভালো।’
সব শেষ ভারতের বিপক্ষে সিরিজে টাইগাররা আড়াই দিনে হেরেছে দুটি টেস্ট। সেই প্রসঙ্গে মনে রেখে দল সতর্ক। মুমিনুল বলেন ‘আমরা দেশের বাইরে কিন্তু তেমন ভালো খেলি না। এবার আমরা চেষ্টা করব এবার ভালো ক্রিকেট খেলার। ইনশাল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলব।’
অবশ্য বিসিএলে রেকর্ড গড়া ৩৩৪ রানের ইনিংস খেলে ছন্দে তামিম ইকবাল। মাহমুদউল্লাহ, লিটন দাস আর মুমিনুল করলেন সেঞ্চুরি। তাইজুল নেন ৭ উইকেট আর নাঈম হাসান ৮ উইকেট।
এনিয়ে টাইগার টেস্ট ক্যাপ্টেন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, একদিক থেকে ভালো প্রস্তুতি হয়েছে। বোলার আর ব্যাটসম্যানরা ভালো করেছে। কয়েকজন ভালো ভালো ইনিংস খেলেছে। বিসিএল দলে যারা টেস্ট স্কোয়াডে রয়েছেন, ভালো করেছে।’
রাওয়ালপিন্ডি টেস্টে মুশফিক না থাকায় সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরআগে এ বাঁহাতি জাতীয় দলের সাদা পোশাকে ৪ ইনিংসে করেছিলেন মাত্র ৪৮ রান। যদিও কখনই তিনে ব্যাট করেননি। তবে ওয়ানডেতে এই পজিশনে ব্যাট করার অভিজ্ঞতা আছে তার।
Discussion about this post