রাশিয়া বিশ্বকাপ ফুটবলে খেলা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু আয়েশে নেই ব্রাজিল দল। বাছাই পর্বে সামনের ম্যাচগুলোতেও সেরা একাদশটাই নামাতে চাইছে তারা। এরই অংশ হিসেবে ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে নেইমারকে দল গড়েছে তারা। অবশ্য জায়গা হয়নি ডেভিড লুইস লুইস ও ডগলাস কস্তার।
বার্সেলোনা ছেড়ে রেকর্ড পারিশ্রমিকে কিছুদিন আগে পিএসজিতে (প্যারিস সেন্ট জার্মেই) যোগ দিয়েছেন নেইমার।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে কোচ তিতের অধীনে দুর্দান্ত খেলা ব্রাজিলের পয়েন্ট ১৪ ম্যাচে ৩৩। বিশ্বকাপ বাছাইপর্বের বাকি চার রাউন্ডের ম্যাচগুলোর ফল আর যাই হোক না কেন, ব্রাজিলের বাছাই পর্বে চতুর্থ স্থানের নিচে যাচ্ছে না। লাতিন আমেরিকাতে কলম্বিয়া ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও উরুগুয়ে ২৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে চিলি চতুর্থ ও ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্জেন্টিনা। শঙ্কায় আছে লিওনেল মেসির দল।
ব্রাজিল দল-
গোলরক্ষক : আলিসন, কাসিও, এদেরসন।
ডিফেন্ডার : দানি আলভেজ, রদ্রিগো কাইও, ফাগনার, ফিলিপে লুইস, মার্সেলো, মার্কিনিয়োস, মিরান্দা, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার : রেনাতো আউগুস্তো, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়ো, ফের্নানদিনিয়ো, জুলিয়ানো, লুয়ান, পাওলিনিয়ো, উইলিয়ান।
ফরোয়ার্ড : রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, নেইমার ও তাইসন।
Discussion about this post