দ্বিতীয় রাউন্ডে উঠতে প্রয়োজন ছিল ড্র। কিন্তু ক্যামেরুনকে রীতিমতো ৪-১ গোলে হারিয়ে স্বাগতিক ব্রাজিল উঠে গেল নকআউট পর্বে। সোমবার ব্রাসিলিয়ায় নেইমার একাই করলেন দুই গোল। অন্য দুই গোল ফ্রেড ও ফার্নানদিনহোর। এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গোলগড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল উঠে গেল দ্বিতীয় রাউন্ডে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ২৮ জুন স্বাগতিকরা লড়বে চিলির বিপক্ষে।
সোমবার ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে মেক্সিকো উঠে গেল দ্বিতীয় রাউন্ডে। রেসিফেতে অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকোর হয়ে গোল তিনটি করেন অধিনায়ক রাফয়েল মার্কেজ, আন্দ্রেস গারডাডো ও হাভিয়ের হার্নান্দেজ। ইভান পেরিসিচের গোল শুধু ব্যবধান কমিয়েছে।
দ্বিতীয় রাউন্ডে ২৯ জুন মেক্সিকো লড়বে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের বিপক্ষে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গোলগড়ে ‘এ’ গ্রুপে দ্বিতীয় মেক্সিকানরা।
ব্রাজিলই একমাত্র দেশ যারা ২০ বারই বিশ্বকাপে খেলছে। গত ১৯ বারের মধ্যে ব্রাজিল শুধু একবারই প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেনি। ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপে ঘটেছে সেই দুর্ঘটনা।
এবার দাপটে এগিয়ে যাচ্ছে ব্রাজিল।
Discussion about this post