ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিশ্চিত করেই বাংলাদেশের জন্য সুকবর। ফর্মে থাকা পেসার নুয়ান প্রদীপের মুখোমুখি হতে হচ্ছে না টাইগার ব্যাটসম্যানদের। ডান হাতের আঙুলে চোট লাগায় তাকে এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তার। মঙ্গলবার ব্রিস্টলে বাংলাদেশের বিপক্ষে তাকে পাচ্ছে না শ্রীলঙ্কা!
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন প্রদীপ।
ফর্মে থাকা এই ক্রিকেটারটিই রোববার অনুশীলনের সময় হাতে চোট পান। লঙ্কান বোর্ড এক বিবৃতিতে জানায়, ডান হাতের কনিষ্ঠা কিছুটা সরে গেছে ও কেটেও গেছে। নেটে বল করার সময় কুশল পেরেরার শটে মাথায় আঘাত থেকে বাঁচতে ডান হাত উপরে রাখেন। বল লাগে তার আঙুলে। তারপরই অনুশীলন থামিয়ে সবাই ছুটে আসে প্রদীপের কাছে। হাসপাতালে নেওয়া হয় তাকে।
শ্রীলঙ্কান বিশ্বকাপ দলের ম্যানেজার আসান্থা ডি মেল জানান, ‘হাসপাতালে নুয়ানকে চিকিৎসা দেওয়া হয়েছে, তার আঙুল ঠিক করা হয়েছে এবং রক্ত পড়া বন্ধে সেলাই দিতে হয়েছে। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।’
নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শুরু করে শ্রীলঙ্কা। অবশ্য পরের ম্যাচে জেতে আফগানিস্তানের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে তাদের ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।
Discussion about this post