ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। আগামী সোমবার, ১৩ আগষ্ট ৫ বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। ম্যাচ পাতানো কেলেঙ্কারির অধ্যায় পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএলে খেলার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে অবশেষে।
তাইতো কলঙ্কমুক্ত আশরাফুল ইসএসপিএন-ক্রিকইনফোকে জানাচ্ছিলেন, ‘অনেক দিন ধরেই ২০১৮ সালের ১৩ আগস্টের জন্য অপেক্ষায় আছি আমি। নিষেধাজ্ঞার পাঁচ বছর কেটে যাচ্ছে। যদিও গত দুই মৌসুম ঘরোয়া ক্রিকেট খেলেছি। আবারও বাংলাদেশের হয়ে খেলতে পারা হবে আমার জন্য সবচেয়ে বড় অর্জন।’ টেস্টের সর্ব কনিষ্ট সেঞ্চুরিয়ান ফিরতে প্রস্তুত।
২০১৪ সালের জুনে আশরাফুলের ক্যারিয়ারটা এলোমেলো হয়ে যায়। পাতানো ম্যাচের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিপিএলের দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল ৮ বছরের নিষিদ্ধ করে তাকে। সঙ্গে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়।
দীর্ঘ পরিসরের ক্রিকেটে ভালো করার প্রত্যয় আশরাফুলের, ‘আমার ফেরার পর প্রথম মৌসুম ভালো কাটেনি। কিন্তু ২০১৭-১৮ মৌসুমে ভালো করেছিলাম। পরের মৌসুমে আমি আরও ভালো করবো আশা করি। আমার পারফরম্যান্স দিয়ে এখন আমি দলে ঢোকার যোগ্য। আমি এরই মধ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ছিলাম এবং পরের মৌসুমের জাতীয় ক্রিকেট লিগের জন্য ১৫ আগস্টের পর প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেবো আমি।’
যদিও তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি প্যানেল শাস্তি কমিয়ে পাঁচ বছর করা হয়। ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি মিলে দুই বছর আগে। আবারো ফেরার সুযোগ এসে গেছে। আশরাফুল চ্যালেঞ্জ নিতে তৈরি। তার বয়স এখন ৩৪। সময় কিন্তু ফুরিয়ে যায়নি।
Discussion about this post