কিশোর পেটানোর অভিযোগে পাওয়া ৬ মাসের নিষেধাজ্ঞা শেষ। এখন সব ধরনের ক্রিকেটে খেলার পথ উন্মুক্ত সাব্বির রহমানের। জানালেন নিষেধাজ্ঞার সময়টাতে মায়ের সেবা আর নানা কাজে ব্যস্ত ছিলেন তিনি। ২০ লাখ টাকা জরিমানা দেয়া এই ক্রিকেটার জানালেন, এই সময়ে তিনি ফিটনেস নিয়ে কাজ করেছেন। পরিবারকে সময় দিয়েছেন। অসুস্থ মায়ের সেবা করেছেন। টেকনিকে কিছু ত্রুটি ছিল তা শুধরে নিয়েছেন।
বাংলাদেশের সামনে আফগানিস্তান সিরিজ। ভারতের দেরাদুনে ৩ ম্যাচ টি-টুয়েন্টি লড়াই। সেই লড়াইয়ে সাব্বির সাব্বিরের মতে এগিয়ে থাকবে বাংলাদেশই। বলেন, ‘অভিজ্ঞতায় আমরা এগিয়ে থাকব। আফগানিস্তানের হয়তো বা তিন-চারটা বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের অনেক ভালো-ভালো অভিজ্ঞ খেলোয়াড় আছে। আশা করছি, অভিজ্ঞতা দিয়ে ম্যাচ জিততে পারব।’
আফগানদের বিপক্ষে লক্ষ্যটা কি? সাব্বির বলেন, ‘দেখুন, তিনটা ম্যাচেই ভালো কিছু করার লক্ষ্য থাকবে। প্রত্যাশা হচ্ছে নিজেদের এক্সপোজার যেন ঠিক রাখতে পারি। নিজেদের ভালো যে কাজগুলো যেটা গত দুই মাস করেছি, সেটা যেন মাঠে দেখাতে পারি এবং ইতিবাচক থাকতে পারি।’
তবে লড়াই জমবে এটাও মানেন সাব্বির। বলেন, ‘টি-টুয়েন্টিতে ছোট-বড় দল বলে কিছু নেই। সবাই বড় দল। আফগানিস্তান খুব ভালো দল হয়ে উঠছে আস্তে আস্তে। ওদের তিন-চারটা বিশ্বমানের খেলোয়াড় আছে। ভালো বোলার আছে, ভালো ব্যাটসম্যান আছে।’
তাছাড়া সব মিলিয়ে নিজেও বেশ প্রত্যয়ী সাব্বির। তার বিশ্বাস ঠিক রাস্তাতেই আছে বাংলাদেশ।
Discussion about this post