ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগে একজন ক্রিকেটার পরে একজন সাংসদ মাশরাফি বিন মুর্তজা। এ দুই পরিচয়ের পরও একটু বদলাননি তিনি। যখন যেভাবে পারছেন ব্যক্তিগত উদ্যেগে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। সাহায্যের হাতও বাড়িয়ে দিচ্ছেন। সে ধারাবাহিকতায় এবার এ তারকা জার্সি-বুট নিলামে তুলতে যাচ্ছেন। যার বিক্রীত অর্থ মানবসেবায় ব্যয় করবেন।
মাশরাফির স্মারকগুলোর নিলাম প্রক্রিয়া পরিচালনা করবে ‘অকশন ফর অ্যাকশন’ নামক সংস্থা। এই সংস্থাই সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে। সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক না হলেও অচিরেই নড়াইল এক্সপ্রেসের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মারক কেনার সুযোগ পাচ্ছে ক্রিকেটপ্রেমীরা।
কয়েকদিন আগেই করোনা মোকাবিলায় অসহায়দের পাশে দাঁড়াতে গেল বিশ্বকাপে খেলা প্রিয় ব্যাট নিলামে তোলেন সাকিব আল হাসান। এই ব্যাটের নিলাম হয়েছিল অকশন ফর অ্যাকশন প্ল্যাটফরমের মাধ্যমে। যা থেকে তিনি পেয়েছিলেন ২০ লাখ টাকা। যা করোনা ফান্ডে দান করে এ বাঁহাতি এবার মাশরাফিও সে পথে হাঁটতে যাচ্ছেন।
এদিকে মুশফিকুর রহিম তার প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া মোহাম্মদ আশরাফুলও সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়া ব্যাট নিলামে তুলবেন। যার ভিত্তি মূল্য ১৫ লাখ টাকা করার ইচ্ছা তার। এছাড়া কার্ডিফের ঐতিহাসিক সেঞ্চুরির ব্যাটও নিলামে তোলার কথা জানিয়েছেন তিনি।
Discussion about this post